10 g ভরের একটি বুলেট 3 kg ভরের একটি বন্দুক থেকে 300m/s বেগে বের হলে বন্দুকের পশ্চাত বেগ (backward velocity)-
নির্দিষ্ট দৈর্ঘের (length) একটি সরল দোলকের ববের ভর 4 গুন বাড়ালে পর্যায়কাল (time period) কেমন হবে?
কোনো স্থানে ভূ-চুম্বকক্ষেত্রের মান 50 μT । বিনতি(dip angle) 30 ͦ হলে ঐ স্থানের ভূ-চুম্বকক্ষেত্রের আনুভুমিক উপাংশের (horizontal component) মান কত?
ধীরে ধীরে সংঘঠিত সমোষ্ণ (isothermal) রুদ্ধতাপীয়(adiabatic) পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন (Δs) কত?
একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ঠিক ভেদ কতে পারে। যদি গুলির বেগ 4 গুণ করা হয় তবে অনুরুপ কয়টি তক্তা ভেদ করতে পারবে?
কোন দুইটি ট্রান্সফর্মারের গৌণ কুন্ডলীর (secondary coil) পাকসংখ্যার অনুপাত 1:2; সেগুলোর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের(electrical current) অনুপাত কত হবে?
বায়ু সাপেক্ষে পানির প্রতিসারঙ্ক (relative index) 4/4 ।পানি সাপেক্ষে বায়ুর প্রতিসারঙ্ক কত?
বেল একক (bell unit) অনুসারে শব্দের তীব্রতা (intensity) লেভেলের সর্বোচ্চ সীমা(maximum limit) হলো-
একটি অগ্রগামী তরঙ্গের (progressive wave) সমীকরন y=0.1 sin(200πt - 20πx/17) (SI unit) হলে এর তরঙ্গদৈর্ঘ্য কত?
M ভরের ও r ব্যাসার্ধের একটি নিরেট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে(moment of inertia of a solid cylinder of mass M and radius r about its own axis is)-
ফোটনের স্পিন(spin of photon) কত?
একটি তরঙ্গের (wave) দুটি বিন্দুর মধ্যে পার্থক্য (path difference) λ/2 হলে দশা পার্থক্য (phase difference) কত?
তারকার ভর (mass of star) কত এর বেশি হলে তারকাটি শ্বেত বামন(white dwarf) এ পরিনত হবে না?
ইয়ং গুণাঙ্ক (Young's modulus ) এর মাত্রা (dimension) কোনটি?
একটি চার্জ q তড়িৎক্ষেত্রে (electrical field) স্থাপন করা হলো । চার্জটির উপর ক্রিয়াশীল তড়িৎ বল (electric force)-
m এর মান কত হলে A=3i+2j+6k এবং B=mi+3j-7k পরস্পরের উপর লম্ব (perpendicular) হবে?
18
১২
22
কোনটিই নয়
সরলদোল গতি (simple harmonic motion) সম্পন্ন বস্তুর মোট শক্তি (total energy ) এর সমীকরণ-