দুটি সংখ্যার বিয়োগফল ৩৭ এবং যোগফল বিয়োগফলের ১১ গুণ। সংখ্যা দুটি কত?
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনা : তামা এর পরিমাণ ৩ : ১। কি পরিমাণ সোনা যোগ করলে সোনা : তামা অনুপাত হবে ৪ : ১?
৮ গ্রাম
৬ গ্রাম
৫ গ্রাম
৪ গ্রাম
দুই সমকোণ থেকে বড়, কিন্তু চার সমকোণ থেকে ছোট, সে ধরনের কোণের নাম কি?
০.০০০১ এর বর্গ মূল কত?
দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
১২০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্ট ৬ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কি.মি./ ঘণ্টায় কত?
৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৮ জন লোক কতদিনে সম্পন্ন করতে পারে?
পিতা ও ২ পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই ১ ঘণ্টা = (৬০ x ৬০) সেকেন্ড = ৩৬০০ সেকেন্ড পুত্রের বয়সের গড় ২০ বছর। পিতার বয়স কত?
a=2, b = 3 হলে 2a + 4b এর সাথে 2a2 + a - b যোগ করলে যোগফল কত হবে?
চালের দাম ২৫% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমন ভাবে কমালেন যেন চালের খরচ অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতভাগ (শতকরা) কত কমালেন?
৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় ৩৯ ক করা হয়, এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত হবে?
দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ১ : ৩। এদের ক্ষেত্রফলের অনুপাত কত?
১ : ২৭
১ : ৯
১ : ১২
১ : ১৮
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি. হলে, তার অতিভুজের মান কত?
কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে মোট ফেলের সংখ্যা ৭৫ হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
দুইটি সংখ্যার গুণফল ৩১৫। সংখ্যা দুটির ল.সা.গু. ১০৫ হলে, গ.সা.গু. কত?