একটি বিন্দু চার্জ 6.0e-9 C থেকে কত দূরে বৈদ্যুতিক ক্ষেত্রের মান 5 N/C হবে?
শব্দ তরঙ্গ হচ্ছে-
নিউক্লিয়াস আবিষ্কার করেন-
কোন বস্তুর তাপমাত্রা 32 ͦF হলে, কেলভিন স্কেলে এ তাপমাত্রা কত হবে?
একটি পরিবর্তী বর্তনীতে কার্যকর বিদ্যুৎচালক বিল 120V হলে, এর শীর্ষ বিদ্যুৎচালক বল নির্ণয় কর।
হাইড্রোজেন পরমানুর প্রথম বোর কক্ষপথে ইলেক্ট্রনের মোট শক্তি -13.6eV হলে, তৃতীয় বোর অরবিটে মোট শক্তি-
একটি প্রোটনকে 400V বিভব পার্থক্যে ত্বরান্বিত করা হলে এর দ্রুতি কত হবে?
একটি গাড়ী 10m/s গতিতে চলছে। কত গতিতে চালালে এর গতিশক্তি দ্বিগুন হবে-
27 ͦC তাপমাত্রায় এবং 1.0e5 N/m² চাপে একটি আদর্শ গ্যাসের আয়তন 0.04 ঘনমিটার। ঐ একই চাপে তাপ প্রয়োগে গ্যাসের আয়তন 0.05 ঘনমিটার হলে, নতুন তাপমাত্রা কত-
একটি তেজস্ক্রিয় পদার্থে 8.0e22 সংখ্যক পরমানু আছে। পদার্থটির অর্ধায়ু 2 দিন। ঐ পদার্থে 16 দিন পর পরমানু সংখ্যা হবে-
আলোক রশ্মি তারপিন তেল(μ=1.47) থেকে (μ=1.33) পানিতে গমন করে। তারপিন তেল ও পানির মধ্যে সংকট কোণ-
কোন ভরকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিলে কোন রাশিটি ধ্রব থাকে?
একটি মিডিয়াম ওয়েভ রেডিও স্টেশন 300m তরঙ্গদৈর্ঘ্যে অনুষ্ঠান প্রচার করে। এর কম্পাঙ্ক কত?
দস্তার কার্যাপেক্ষক 5.81e-19 J । এই কার্যাপেক্ষক eV এককে কত?
অপবর্তন গ্রেটিং এ যে রঙটি সবচেয়ে বেশি বেকে যায়-
একটি ইঞ্জিন তাপ উৎস থেকে 30 ͦC তাপমাত্রায় তাপ গ্রহন করে এবং নিম্ন তাপাধারে 10 ͦC তাপমাত্রায় তাপ বর্জন করে। ইঞ্জিনটির দক্ষতা-
একটি পাখা প্রতি মিনিটে 60 বার ঘোরে। পাখাটির কৌনিক বেগ-
1Ω, 2Ω ও 3Ω মানের তিনটি রোধকে সমান্তরালে সংযুক্ত করা হল। এদের তুল্য রোধের মান-
একটি গতিশিল বস্তুর দূরত্ব x এর সাথে সময় t-এর সম্পর্ক হচ্ছে x=1.4t²+0.15t.t² । 5.0 সময়ে বস্তুটির তাৎক্ষনিক দ্রুতি কত?
একটি ভরবিহীন স্প্রিং এর এক প্রান্ত দৃঢ়ভাবে আটকে রেখে ওপর প্রান্তে 500g ভর ঝুলিয়ে দিয়ে একটু টেনে ছেড়ে দেওয়া হল। স্প্রিং এর স্প্রিং ধ্রবক 200N/m হলে, এর কম্পাঙ্ক কত ?
এক্স রশ্মি-
একটি এরোপ্লেন 50m/s আদিবেগে রানওয়ের ওপর অবতরন করল। এরপর তার 10m/s² মন্দন হয়ে শেষ বেগ 20m/s হলো। ঐ এরোপ্লেনটি রানওয়ের ওপর কত দূরত্ব অতিক্রম করেছিল তা নির্ণয় কর।
বিদ্যুৎ চালক বল হচ্ছে 220v । একটি বাল্বের ভিতর দিয়ে 0.914amp তড়িৎ প্রবাহিত হলে ঐ বাল্বের ক্ষমতা কত?
50kg ভরের একজন দৌড়বিদ সিড়ি দিয়ে দৌড়ে 443m উঁচু টাওয়ারে 15min সময়ে ওঠেন। তার গড় ক্ষমতা কত?