অর্ধবৃত্তস্থ কোণ সমান কত?
দুটি সংখ্যার গ.সাগু বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০, এবং ২৪৪৮। সংখ্যা দুইটি কত?
x+1x=3 হলে x3+1x3 এর মান কোনটি?
4x2+9y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি।
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত?
আদ্রিত বাবু একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হত তাহলে ৫% লাভ হত। ঘড়িটির ক্রয়মূল্য কত?
৭, ১২, ১৭, ৩, ১১, ৬, ১, ৩ সংখ্যাগুলোর গড় কত?
১২ জন শ্রমিক ৩ দনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে?
27x+1=81 হলে x এর মান নিচের কোনটি?
x2-y2+2y-1 এর একটি উৎপাদক নিচের কোনটি?
x2+2x, x3+8 এবং x2-4 রাশি তিনটির গ.সা.গু নিচের কোনটি?
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
৫৫ ডিগ্রি কোণের পূরক কোণ কত?
কোনো বৃত্তের ব্যাস 10 cm হলে ক্ষেত্রফল কত?
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ঃ ৪ঃ ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি?
ছোয়াদ সাহেব ৩০০ টাকার বই কিনলেন। দোকানদান তাকে ১৯২% কমিশন দিলেন। তিনি কত টাকা কমিশন পেলেন?
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোন সূত্রটি সঠিক ?
জাওয়াদ সাহেব ৫০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। ৮১৩% হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন?
x+1x=3 হলে x2+1x2 এর মান কত?
32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
(5x)° এর মান নিচের কোনটি?
নিচের চিত্রে O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∠BAC=41° হলে ∠BOC কোণের মান কত?
নিচের চিত্রে ∠B=75 এবং ∠ACE=150° হলে ∠A কোণের মান কত?
একটি ত্রিভুজের ভূমি 6 সে.মি এবং এর উচ্চতা 5 সে.মি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?