সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে-
আয়তাকার একটি পানির হাউজের প্রস্থ ও উচ্চতা সমান, তবে দৈর্ঘ্য গ্রন্থের দ্বিগুণ, এটি ১৬২০০০ লিটার পানি দিয়ে পূর্ণ হয়, এর দৈর্ঘ্য কত?
ব্যাটসম্যান থেকে বাউন্ডারির দূরত্ব 40 মিটার হলে, সর্বনিম্ন কত বেগে বলকে আঘাত করলে বাউন্ডারি অতিক্রম (ছক্কা হবে) করবে ?
নিচের ধারাটির সাধারণ অন্তর কোনটি?
log2 + log4 + log8 + _ _ _ _ _
a,b,c তিনটি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
(0,0) ও (-1,-1) বিন্দুগামী সরলরেখাটি y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে?
একটি বৃত্তের ব্যাস 3 মিটার হলে উক্ত বৃত্তের ভিতরের একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
A হচ্ছে B এর 3/2 অংশ, আবার C এর 2/3 অংশ। তাহলে C, B এর কত অংশ?
একটি গাছকে উপড়ে ফেলার জন্য 10 নিউটন বল প্রয়োজন যদি গাছটিকে দড়ি বেঁধে উত্তর দিক থেকে 6 নিউটন বলে টানা হয় এবং পূর্ব দিক থেকে আরেকটি দাঁড় বেঁধে টানা হয় তাহলে পূর্ব দিকের দড়ির বল কত হবে ?
স্রোতের অনুকূলে ৩০ কি.মি. যেতে ৩ ঘন্টা লাগে ও একই দূরত্বে প্রতিকূলে ফিরে আসতে ৫ ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ কত?