গাছ থেকে 2kg ভরের একটি ফল নীচের দিকে পড়ল। বাতাসের বাধা 7.6N হলে ফলটির ত্বরন কত হবে ?
1 cm² প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারে কৃত বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য দ্বিগুন হবে ? Y = 2 × 10¹² cm⁻²
পানির উপরিতলে ভাসমান 3 cm দৈর্ঘ্যের একটি সূচকে তল থেকে বিচ্ছিন্ন করতে কত বলের প্রয়োজন ? [পানির পৃষ্ঠটান 72 × 10⁻³ Nm⁻¹]
সরল ছন্দিত গতি সম্পন্ন কোন বস্তুর সরণ ও ত্বরনের দশা পার্থক্য-
256 Hz কম্পাংকের একটি টিউনিং ফর্ক অন্য একটি টিউনিং ফর্কের সাথে অনুনাদে ছিল। অজ্ঞাত ফর্কটিতে সামান্য মোম লাগালে 4টি বীট উৎপন্ন হয়। অজ্ঞাত ফর্কটির কম্পাঙ্ক কত হবে ?
কয়েকটি 3 pF ধারক দিয়ে 1 pF ধারকত্ব পেতে হলে -
একটি হুইটস্টোন ব্রিজের চারটি বাহুর রোধ যথাক্রমে 10Ω , 15Ω , 20Ω এবং 25Ω। ৪র্থ বাহুর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রীজটি সাম্যবস্থায় থাকবে ?
একটি আরোহী ট্রান্সফর্মার এর 150 V হতে 3000Ω পাওয়া যায়। যদি গৌণ কুন্ডলীর পাক সংখ্যা 2000 হয় তবে মূখ্য কুন্ডলীর পাক সংখ্যা কত ?
কোন স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্রের আনুভূমিক ও উলম্ব উপাংশের মান সমান হলে , ঐ স্থানের বিনতি কোণের মান কত ?
একটি পরিবর্তী প্রবাহের প্রবাহমাত্রার শীর্ষ মান 20A এবং কম্পাঙ্ক 50Hz। এর গড় বর্গমূল এর মান কত ?
একটি কার্ণো ইঞ্জিন পানির হিমাংক ও স্ফুটনাংকের মধ্যে কার্যরত আছে। ইঞ্জিনটির দক্ষতা কত ?
সূর্যোদয়ের আগে দিগন্তে লাল সূর্যকে দেখতে পাওয়ার কারন কি ?
কোন আলোক রশ্মি পানি হতে বায়ুতে যাওয়ার সময় যদি প্রতিসারিত রশ্মি পানি-বায়ুর বিভেদ তলে অবস্থান করে, তবে আপতন কোণ কত হবে ?
3000A তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ফোটন কত শক্তি বহন করে ?
Na পরামনুর অর্ধায়ু 15 ঘন্টা। 30 ঘন্টা পরে 1g Na এর কতটুকু অপরিবর্তিত থাকবে ?
নিম্নের কোনটি সবচেয়ে শক্তিশালী ক্ষার ?
স্থির অবস্থান থেকে একটি ট্রেন 10ms⁻² সমত্বরনে চলার সময় 125m দূরুত্বে অবস্থিত একটি সিগ্ন্যাল পোস্টকে কত বেগে অতিক্রম করবে ?