আপনার ভালাে হোক’- কোন ধরনের বাক্য?
খনার বচন প্রধানত কী সংক্রান্ত?
‘আগুনের পরশমণি’ উপন্যাসের লেখক কে?
মনে বুঝিলাম, ইহারা অন্য জাতের মানুষ'- হৈমন্তী' গল্পে এই বােধ কার?
কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু হয়েছিল কত বছর বয়সে?
কােনটি সাধিত শব্দের উদাহরন ?
বাশি বাজছে।'- কোন বাচ্যের উদাহরণ ?
মৈমনসিংহ গীতিকা কে সংকলন ও সম্পাদনা করেন?
জীবন-বন্দনা’ কবিতাটি কোন ছন্দে রচিত?
রিকশা’ কোন ভাষার শব্দ?
বহিপীর’ কার রচনা?
শরৎ দেশ ছেড়ে বার্মা গিয়েছিলেন কীসের তাগিদে?
'বাংলাদেশ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
কোন বাঙালি সম্রথম মুদ্রণের জন্য বাংলা হরফ তৈরি করেন?
কন্যা শব্দের সমার্থক কোনটি?
কমলাকান্তের জবানবন্দি রচনায় কীসের অসঙ্গতি তুলে ধরা হয়েছে?
শুদ্ধ বানান কোনটি?
কোনটি রােকেয়া সাখাওয়াত হােসেনের রচনা?
থরে বিথরে কথাটির অর্থ কী?
মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক কোন প্রেক্ষাপটে রচিত?
‘এতদিন পরে এলে’- ‘কবর’ কবিতায় এ কথা দাদি কিভাবে বলতেন?
একুশের প্রথম সংকলনের সম্পাদক কে?
'নূরুল দীনের সারা জীবন' নাটকের রচয়িতা কে?
সাহিত্যে খেলা' প্রবন্ধটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
‘সঞ্চয়িতা’ গ্রন্থের রচয়িতা কে?
‘ধনীরা প্রায়ই কৃপণ হয়।'- কোন ধরনের বাক্য?
রাজা যায় রাজা আসে’ কাব্যগ্রন্থটি কার রচনা?
‘পথের পাঁচালী' উপন্যাসের চলচ্চিত্র-রূপ কে দিয়েছিলেন?
‘চন্দ্র’ কোন ধরনের শব্দ?
উপভাষা’ বলতে কোনটি বােঝায়?
কান কাটা’ বাগধারাটির অন্তর্নিহিত অর্থ কী?
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদ-
কোন বাননটি শুদ্ধ?
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
’বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হইবে সে কথা কে জানিত।’-কোন গল্পের উদ্ধৃতি?
বর্ণ হচ্ছে-
’তালাক’ কোন ভাষার শব্দ?
কোন বানানটি অশুদ্ধ?
শরৎচন্দ্রের ‘বিলাসী’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
’একটি তুলসী গাছের কাহিনী’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
১৯৫২ সনের ২১শে ফেব্রুয়ারি বাংলা মাসের কোন তারিখ?
কোনটি শামসুর রহমানের কাব্য নয়?
’কমলাকান্তের জবানবন্দী’ কোন ধরনের রচনা?
কলিমদ্দি দফাদার গল্পের বিষয় কোনটি?
বাংলা ভাষায় প্রথম সনেট রচনার কৃতিত্ব কার?
”ধর্ম আমাদের ইসলাম. কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, যৌবন” - কে বলেছেন?
’ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্মনাম?
কোনটি সংলাপপ্রধান কবিতা?
হুমায়ুন আহমেদের ‘আগুনের পরশমণি’ উপন্যাসের বিষয়বস্তু কোনটি?