দুটি সংখ্যার বিয়োগফলে ১/৩ অংশ ৫। বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির তিনগুণ যোগ করলে ৩৫ হয়। বড় সংখ্যাটি কত ?
এক ব্যক্তি বিক্র্যমূল্যের উপর ৮% বাট্টা দিয়েও ১৫% লাভ করে। যে দ্রব্যের ক্রয়মূল্য ২৮০টাকা তার ধার্যমূল্য কত টাকা?
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৩৬মিটার এবং ক্ষেত্রফল ৮০ বর্গমিটার হলে,তার প্রস্থ কত মিটার?
২৪৫০ সংখ্যাটি কত দ্বারা গুন করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ক খ এর চেয়ে দ্বিগুণ গতিতে যায় এং খ গ এর চেয়ে তিনগুণ গতিতে যায়। গ ৫৪ মিনিটে যতদূর যায় খ তত মিনিটে কতদূর যায়?
১৬,২০,২৬,৩৪ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
৪৬
৪৮
42
৪৪
কোনটি একই মূলদ সংখ্যা নয়?
3/4
৬/৮
৯/১২
২/৬
একটি পরীক্ষায় ৬৫% পাস করলো। যদি আরো ২৪জন বেশি পাস করতো তাহলে পাসের হার ৭৩% হয়। পরীক্ষার্থীর সংখ্যা কত?
ক ১০০টাকায় ১৫টি আম ক্রয় করে ১০০টাকায় ১২টি বিক্রয় করায় ৪০০ টাকা লাভ হয়। সে কতটি আম ক্রয় করলো?
ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত?
(x+y)=3 এবং x2+y2=4 হলে x2+y2 এর মান কত?
(x+y)=17 এবং (x-y)=13 হলে 4xy এর মান কত ?
কোন সংখ্যাটি ছোট?
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর ১০ডিগ্রী হলে এর বৃহত্তম কোণটির মান হবে-
ত্রিভুজের একটি কোণ ৯৫ডিগ্রী হলে এটি-
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ১ঃ ২ঃ ৩ হলে ত্রিভুজটি হবে-
∆ABC এর AB=BC=CA হলে ত্রিভুজটি হবে:
ABC বৃত্তের কেন্দ্রস্থ কোণ ∠BOC সরলকোণ হলে বৃত্তস্থ কোণ ∠BAC= = কত ডিগ্রী?
একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ৩০মিটার ও প্রস্থ ২৫ মিটার। বাগানের সীমানা সংলগ্নে বাহিরের ২মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির পরিসীমা কত মিটার?
১ থেকে ১০০ পর্যন্ত কতটি ২ আছে?