দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক-চতুর্থাংশ সমান ১৩। বৃহত্তম সংখ্যাটি কত?
৪০০ জন লোকের একটি দলে ৩৭৫ জন ইংরেজি ও ২০০ জন বাংলায় কথা বলতে পারে। উভয় ভাষায় কথা বলতে পারে এমন লোকসংখ্যা কত?
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
কোন সম্পত্তির ০.৮৭৫ অংশের মূল্য ৯২১২ টাকা হলে ০.৭৫ অংশের মূল্য কত?
১৪৪ কোন সংখ্যার ৪০% ?
রহিমের আয় করিমের আয় অপেক্ষা ২৫% বেশি। করিমের আয় রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম?
বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪% হওয়ায় এক ব্যক্তির ৪০ টাকা আয় কমে গেল। তার মূলধন কত?
বার্ষিক ১০% হার সুদে কত বছরে ৫০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন ৬৬৫৫ টাকা হবে?
৪ জন পুরুষ ৬ জন বালকের সমান কাজ করতে পারে। কতজন পুরুষ ২৪ জন বালকের সমান কাজ করতে পারবে?
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে ?
x2+7x+a রাশিটি x-5 দ্বারা বিভাজ্য হলে a এর মান কত?
(i) দুইটি ভিন্ন অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যা (ii) ০ একটি অমূদ সংখ্যা (iii) যে সকল পূর্ণসংখ্যা পূর্ণবর্গসংখ্যা নয়, সেগুলোর বর্গমূল অমূলদ উপরের তথ্যের ভিত্তিতে কোনটি সঠিক?
0.1×0.01×0.0010.2×0.02×0.002= কত?
কোনটি ক্ষুদ্রতম সংখ্যা ?
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে. ল. সা. গু কত?
ক : খ = ৪ : ৫ , খ : গ = ২: ৩ । ক এর নিকট ৮০০ টাকা থাকলে গ এর টাকার পরিমাণ কত?
56এর 67 ÷137 এর সাথে কত যোগ করলে যোগফল 1 হবে?
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৪ ও ১০ হবে?
কতজন ছাত্রকে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমান ভাগে ভাগ করে দেয়া যাবে?
xy+yx=6 হলে x2y2 +y2x2 এর মান কত?
একটি জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট। ঐ জমির পরিমাণ কত?
ABCD রম্বসের ∠ABC=120° এবং OE⊥AB হলে ∠AOE=?
ABC সমবাহু ত্রিভুজের মধ্যমা AD হলে ∠BAD এর মান কত?
একটি সুষম বহুভুজের বহিঃস্থ কোণগুলির সমষ্টি ....।
ABC এর ∠ABC=45°,∠BAC=60° এবং BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলে ∠ACD=কত?
১ বর্গমাইল=?
4 a একক ব্যাসবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, 4a একক প্রস্থবিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
logx181=-4 হলে x এর মান কত?
x2-4x+1=0 হলে x÷(x2-3x+1) এর মান কত?
a3-b3a+b কে a4+b4+a2b2a3+b3 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? a3
2x + 3y =7 , 5x -2y =7, 5x-2y -8 =0 হলে (x,y) = কত?
A ও B কেন্দ্রবিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পর O বিন্দুতে স্পর্শ করলে ∠AOB এর মান .... ।
একটি বৃত্তের ব্যাসার্ধ r কে বৃদ্ধি করে ব্যাসার্ধ r+n করলে বৃত্তের ক্ষেত্রফল 4 গুণ হয় । এর মান কত?
দুইটি কোণের যোগফল এক সমকোণের সমান হলে,একটি কোণ অপরটির ---- ।
প্রথম সাতটি স্বাভাবিক সংখ্যার পরিমিতি ব্যবধান কত?
x+y=7 , x-y=5 হলে 8ab (a2+b2) এর মান কত?
x2-2x+1 =0 হলে x12+1x6 এর মান কত?
4x2-2 হতে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে?
x2+y2+x2 =5 , x+y+z =3 হলে yz + zx -xy এর মান কত?
x2-4≤0 এর সমাধান কোনটি?
-2≤x≤2
-2≤x<2
-2<x≤2
-2<x<2
১৭ দিন আগে করিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল । আজ ২৩ তারিখ হলে তার জন্ম কোন তারখে?
3 + 6 + 9 + 12 + .... ধারাটির 12 টি পদের যোগফল .....।
1-(1-1a)-1÷(a-1a)-1 এর মান কত?
a,b ∈R;a=not 0, b=not 0 হলে a0+b0 এর মান কত?
12-12+12-12 +..... ধারাটির সাধারণ পদ (n∈N,n>1)
১,১,২,৩,৫,৮,...... ধারাটির ১১ তম পদটি কত?
2,4,8,16,32,..... 256 ধারাটি ...... ।
x2-y2, x3-y3, x4+x2y2 +y4 রাশিগুলোর গ. সা.গু কত?
একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩:২ । লব হতে ৬ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা মূল ভগ্নাংশের 23 । ভগ্নাংশটির লব কত?
২০২১ এর মধ্যে২০৬৩ কতবার আছে?