একজন দোকানদার ৫০টি কলম বিক্রি করে যে লাভ করে তা ২৫টি কলমের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত টাকা লাভ হয়?
যদি ৫০ জন লোক ৮০ দিনে একটি কাজের অর্ধেক করতে পারে তবে ঐ কাজ ৫০ দিনে করতে অতিরিক্ত কত জন লোক লাগবে?
একজন ফল বিক্রেতার পরিবহনের সময় মোট ফলের ১০% এবং গুদামজাতকরণের সময় ১০% নষ্ট হয়ে যায়। সে যদি ৬৪০ কেজি আম কিনে আনে তবে তার মোট কত কেজি আম পরিবহনের সময় এবং গুদামজাতকরণের সময় নষ্ট হয়েছিল?
৪ জন পুরুষ অথবা ৫ জন মহিলা একটি কাজ ৩০ দিনে শেষ করতে পারে, যদি ২ জন পুরুষ এবং ১০ জন মহিলা এক সাথে কাজ করে তবে ঐ কাজ কতদিনে শেষ হবে?
একটি সংখ্যার দুই-তৃতীয়াংশ ঐ সংখ্যার তিন-পঞ্চমাংশের চেয়ে ১০ বেশি হলে সংখ্যাটি কত?
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও ৩০ বেশি দামে বিক্রয় করা হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ১৬০ মিটার। আয়তক্ষেত্রটির প্রস্থ দৈর্ঘ্যের ৩/৫ গুণ। আয়তক্ষেত্রেটির দৈর্ঘ্য কত মিটার?
একটি সংখ্যাকে ১০২ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ঐ সংখ্যাকে ১৭ দিয়ে ভাগ করা তবে ভাগশেষ কত হবে?
একজন লোক ঘণ্টায় y কিমি হাঁটতে পারে। x কিমি দূরত্ব অতিক্রম করতে ঐ লোকের কত মিনিট সময় লাগবে?
একটি থলিতে সমান সংখ্যক ১ টাকা, ৫০ পয়সা ও ১০ পসয়ার মুদ্রাসহ সর্বমোট ৫৫.৫০ টাকা আছে। থলিতে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত?
যদি দুটি সংখ্যার অনুপাত ৪ঃ৩ হয়, তবে নিচের কোন সংখ্যাটি ঐ দুটি সংখ্যার সমান হতে পারে?
অপুর বেতন শুভ্রর বেতনের চেয়ে ৩০% কম। তপুর বেতন শুভ্রর বতনের চেয়ে ২৩% কম। অপুর বেতন তপুর বেতনের কম শতাংশ?
একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে, তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার দশগুণ। ঐ ছাত্রাবাসের সকল ছাত্রের মোট মাসিক খরচ ১২.২৫০ টাকা হলে ঐ ছাত্রাবাসে কতজন ছাত্র থাকে?
রহমান সাহেব তার ফল বাগান থেকে ১৫৯ টি পেয়ারা, ২২৭টি নারিকেল ও ৪০১টি জলপাই পেড়ে কয়েকজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে ৩টি পেয়ারা, ৬টি নারিকেল ও ১১টি জলপাই অবশিষ্ট থাকে। সবচেয়ে বেশি কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
৭০ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ঃ২ । এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ২ঃ১ হবে?