স্প্রিং- এ ঝুলন্ত m ভরের একটি বস্তুর পর্যায়কাল 2 sec হলে 4 m ভরের বস্তুর জন্য পর্যায়কাল কত সেকেন্ড?
f(x-vt)=Constant সমীকরণটি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?
সমান দৈর্ঘ্যের তিনটি তার A, B এবং C-তে পীড়নের মান সমান এবং দৈর্ঘ্য বৃদ্ধি lA>lB>lC হলে নিচের কোনটি সঠিক? [যেখানে Y ইয়ং -এর গুণাঙ্ক]
n সংখ্যক গ্যাসের অণুর প্রত্যেকটির দ্রুতি 2 ms-1 । অণুগুলোর r.m.s দ্রুতি কত ms-1 ?
মৌলিক একক হলো-
(i) কি.গ্রা. , মিটার ও সেকেন্ড
(ii) সেকেন্ড ও ভোল্ট
(iii) কেলভিন, ক্যান্ডেলা ও নিউটন
এমন একটি একক ভেক্টর নির্ণয় কর যা xy তলের সমান্তরাল এবং 2i^-2j^+6k^ এর সাথে সমকোণে অবস্থিত?
ধরা যাক, অভিকর্ষজ ত্বরণের মান 10 ms-2। ভূপৃষ্ঠ হতে 5m উপর থেকে একটি বস্তুকে নিচে পড়তে দিলে ভূমি স্পর্শ করার মূহূর্তে তার বেগ কত ms-1?
4 kg ভরের একটি বস্তু খাড়া নিচের দিকে পড়ছে। বাতাসের বাধা 6.2N হলে বস্তুটির ত্বরণ কত ms-2 ?
f ফোকাস দুরত্বের দুটি উত্তল লেন্স পরস্পর সংস্পর্শে রাখলে তুল্য ফোকাস দুরত্ব কত?
কাচ মাধ্যমে কোন বর্ণের আলোর বেগ সর্বনিম্ন?
20kg ভরের কণার বেগ 4i^+5j^+6k^ms-1 হলে এর গতিশক্তি কত জুল?
একটি রেডিও আইসোটোপ-এর অর্ধায়ু 5 দিন হলে, গড় আয়ু কত দিন?
“প্লাজমা” পদার্থের কোন ধরনের অবস্থা?
খুব উচ্চ ফ্রিকোয়েন্সির ধারক কী হিসেবে কাজ করে?
বিটা ক্ষয়- এর সাথে কোন চার্জহীন কণা নির্গত হয়?
একটি কর্নো ইঞ্জিন 427∘ তাপমাত্রায় তাপ গ্রহণ করে এবং 77∘ তাপমাত্রায় তাপ বর্জন করে। ইঞ্জিন প্রতি চক্রে 1 Kcal তাপ গ্রহণ করলে, প্রতি চক্রে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় কর।
P-কেন্দ্র বিশিষ্ট R ব্যাসার্ধের একপাক তার কুন্ডুলীর মধ্যে দিয়ে I-বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। যদি কুন্ডুলীর ব্যাসার্ধ অর্ধেক ও প্রবাহমাত্রা দ্বিগুণ করা হয়, তবে কেন্দ্রে চৌম্বকক্ষেত্রের মান কত গুণ হবে?
50 Hz কম্পাঙ্কের একটি এসি সিগনাল এর শূন্য থেকে শীর্ষ মানে পৌছাতে কত ms সময় লাগবে?
প্রদত্ত বর্তনীতে প্রতিটি রোধের মান 30Ω হলে A ও B প্রান্তের মধ্যে রোধ কত?
5A বিদ্যুৎ 30 সেকেন্ড সময় ধরে একটি ইলেক্ট্রোডে প্রবাহিত করলে প্রবাহিত বিদ্যুতের চার্জ কত?
বহুতল বিশিষ্ট একটি দালানের ছাদের কিনার থেকে একটি পাথর ছেড়ে দিলে পাথরটি ভূমিতে পড়ার 2 সেকেন্ড পূর্বে দালানের ছাদ থেকে 58.8m নিচে নেমে আসে। দালানের উচ্চতা কত?