আভিধানিক অর্থে বনজ নার্সারি হলো -
i. গাছের আলয়
ii. চারা গাছের আলয়
iii. চারালয়
নিচের কোনটি সঠিক?
নার্সারিতে -
i. চারা স্থানান্তর করা হয়
ii. চারা রক্ষণাবেক্ষণ করা হয়
iii. চারা রোপণের পর পর্যন্ত পরিচর্যা করা হয়
গাছ থেকে ঝরে পড়ার ২৪ ঘণ্টার মধ্যে রোপণ করতে হয় —
i. গর্জন
ii. শাল
iii. সুন্দরি
নার্সারি থেকে পাওয়া যায় -
i. সুস্থসবল চারা
ii. রোগাক্রান্ত চারা
iii. সুন্দর চারা
নার্সারি অপরিহার্য কারণ—
i. কম পরিশ্রম ও কম খরচে চারা উৎপাদন করা যায়
ii. সুস্থসবল ও বড় চারা পাওয়া যায়
iii. একসাথে অনেক চারার পরিচর্যা করা যায়
পলিব্যাগ নার্সারির বৈশিষ্ট্য হলো—
i. গাছ থেকে গাছে রোগ সংক্রমণ কম হয়
ii. দ্রুত বর্ধনশীল চারা উৎপাদন ভালো হয়
iii. নিবিড়ভাবে চারার যত্ন নেওয়া যায়
বেড নার্সারির বৈশিষ্ট্য হলো—
i. বীজের অপচয় কম হয়
iii. গাছ থেকে গাছে রোগ সংক্রমণ কম হয়
স্থায়ী নার্সারির বৈশিষ্ট্য হলো—
i. নার্সারির জন্য সঠিক স্থান নির্বাচন করা যায়
ii. গ্রিন হাউজ নির্মাণ করা যায়
iii. চারার পরিবহণ খরচ বেশি হয়
ভূমি হতে সংগৃহীত বীজের বৈশিষ্ট্য হলো—
i. গাছে ফল থেকে ফাটে না
ii. বীজ ছড়িয়ে পড়ে না
iii. এরা ক্যাপসুল বা পড় জাতীয়
ভূমি হতে সংগৃহীত বীজের উদাহরণ হলো—
i. পিতরাজ
ii. তেলসুর
iii. পাইন
গাছ থেকে সংগৃহীত বীজের বৈশিষ্ট্য হলো—
i. এরা আকৃতিতে ছোট
ii. গাছে ফল থেকে ফাটে না
iii. এরা ক্যাপসুল বা কোণ জাতীয়
পড জাতীয় বীজের উদাহরণ হলো—
i. বাবলা
ii. কড়ই
iii. মেহগনি
বাছাই পদ্ধতিতে বীজ নিষ্কাশন করা হয়—
i. নারিকেল
ii. আম
iii. শাল
অঙ্কুরোদগমকাল সংক্ষিপ্ত হয় -
i. নারিকেলের
ii. গর্জনের
iii. কাঁঠালের
শুকনো পদ্ধতিতে বীজ নিষ্কাশন করা হয় —
i. মেনজিয়ামের
ii. সেগুনের
iii. ইপিল-ইপিলের
পচন পদ্ধতিতে বীজ বের করা হয় -
i. তেঁতুলের
ii. পেয়ারার
iii. গর্জনের
ৰাজ গুদামজাত করলে অঙ্কুরোদগম ক্ষমতা হ্রাস পায় -
i. চাপালিশ বীজের
ii. তেলসুর বীজের
iii. মেনজিয়াম বীজের
বীজ সংরক্ষণের সময় -
i. বীজ শুকনো থাকতে হবে
ii. অপেক্ষাকৃত ঠাণ্ডা ও শুষ্ক স্থানে বীজ রাখতে হবে
iii. বীজ অপেক্ষাকৃত ঘন করে ছিটিয়ে গুদামজাত করতে হবে
এ ধরনের নার্সারি করা হয়—
i. পারিবারিক প্রয়োজন অনুযায়ী
ii. ব্যবসায়িক উদ্দেশ্যে
iii. চাহিদা অনুযায়ী
করিম সাহেবের বীজ সংরক্ষণ করতে হলে —
i. গাছ থেকে ফল ও বীজ সংগ্রহ করতে হবে
ii. গাছের ফল পরিপক্ক হতে হবে
iii. ভূমি থেকে সংগ্রহ করতে হবে
চিত্রে উল্লিখিত বীজ প্রজাতি দেখা যায়—
i. কড়ইয়ে
ii. মেহগনিতে
iii. চম্পাতে