পাহাড়ি বাঁশের মধ্যে আছে -
i. মরাল
ii. বরাক
iii. উরা
নিচের কোনটি সঠিক?
পাহাড়ি বনাঞ্চলের প্রাণী হলো—
i. কাঠবিড়ালী
ii. বাঘ
iii. নেকড়ে
পাহাড়ি বনের যথেষ্ট প্রভাব রয়েছে দেশের—
i. আবহাওয়ার ওপর
ii. জলবায়ুর ওপর
iii. পরিবেশের ওপর
সমতলভূমির বনের প্রধান বৃক্ষ -
i. চম্পা
ii. শাল
iii. গজারি
সমতলভূমিতে মাঝে মাঝে দেখা যায় —
i. নেকড়ে
ii. হরিণ
iii. হাতি
ম্যানগ্রোভ বনের অন্তর্ভুক্ত জেলা—
i. বাগেরহাট
ii. খুলনা
iii. বরিশাল
ম্যানগ্রোভ বনের গুরুত্বপূর্ণ উদ্ভিদ হচ্ছে—
i. গেওয়া
ii. বাইন
প্রতি বছর সুন্দরবন থেকে প্রচুর —
i. মধু পাওয়া যায়
ii. মোম পাওয়া যায়
iii. ফল পাওয়া যায়
মানুষ গ্রামীণ বন গড়ে তোলে—
i. বসতভিটায়
ii. জলাশয়ের পাশে
iii. কৃষি জমিতে
কোনটি সঠিক?
বাংলাদেশের বিভিন্ন বনভূমিতে মজুদ কাঠের পরিমাণ নির্ণয় করা যায়—
i. জরীপের মাধ্যমে
ii. সমীক্ষার মাধ্যমে
iii. পরিসংখ্যানের মাধ্যমে
বাংলাদেশের বিভিন্ন বনে মজুদ থাকা কাঠের পরিমাণ -
i. মোট ৮৮.৯১ লক্ষ ঘনমিটার
ii. হলো গ্রোয়িং স্টক
iii. জরীপ ও সমীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয়
মজুদ কাঠের পরিমাণ—
i. সমতলভূমির বনে সবচেয়ে কম
ii. গ্রামীণ বনে সবচেয়ে বেশি
iii. পাহাড়ি বনে সবচেয়ে বেশি
সামাজিক বনায়নের উদ্দেশ্যের মধ্যে রয়েছে -
i. দারিদ্র বিমোচন
ii. জ্বালানি কাঠের ঘাটতি পূরণ
iii. জীববৈচিত্র্য সংরক্ষণ
কৃষি বনায়নের প্রকারভেদের মধ্যে রয়েছে—
i. ফসলবন
ii. শাল বন
iii. তৃণবন
কৃষি বনায়নের মাধ্যমে সম্ভব –
i. বৈদেশিক মুদ্রা অর্জন
ii. মাটিক্ষয় রোধ
iii. নতুন জাতের উদ্ভাবন
এ বনের বৈশিষ্ট্য হলো—
i. প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হয়
ii. গজারি গাছ এ বনের প্রধান উদ্ভিদ
iii. অধিকাংশ উদ্ভিদ প্রজাতির শ্বাসমূল থাকে
উল্লিখিত বনায়নের উদ্দেশ্য-
i. দারিদ্র্য বিমোচন
ii. ভূমিক্ষয় রোধ করা
iii. মৌলিক চাহিদা পূরণ
দিশার মামার বৃক্ষরোপণ হচ্ছে এক ধরনের—
i. প্রচলিত বনায়ন
ii. সামাজিক বনায়ন
iii. কৃত্রিম বনায়ন
স্থায়ী নার্সারিতে বেড়া দেওয়ার উপায় হলো—
i. ইটের দেয়াল
ii. জীবন্ত গাছের বেড়া
iii. মাটির ঘের
বনজ সম্পদের অন্তর্ভুক্ত হলো—
i. লতাগুল্ম
ii. বৃক্ষরাজি
iii. বন্যপ্রাণী
বনবিধির বর্ণনামতে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে -
i. বনাঞ্চলে গবাদিপশু চরালে
ii. বনে শিকার করলে
iii. বনের মধ্যে চিৎকার চেঁচামেচি করলে
বন ধ্বংস হবার কারণে—
i. বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়
ii. প্ৰজনন ক্ষেত্র বিঘ্নিত হয়
iii. খাদ্যাভাব হয়
বন ধ্বংসের ফলে –
i. ভূমিক্ষয় হয়
ii. প্রাকৃতিক দুর্যোগ কমে
iii. দেশের অর্থনৈতিক ক্ষতি হয়
রাজন ও তার বন্ধুদের সর্বোচ্চ -
i. দুই বছরের জেল হতে পারে
ii. তিন বছরের জেল হতে পারে
iii. দুই হাজার টাকা জরিমানা হতে পারে
নিষিদ্ধ কাজটি করলে লোকটির যে ধরনের শাস্তি হতো—
i. ৬ মাস জেল ও ৫০০ টাকা জরিমানা
ii. ২ বছরের জেল ও ২০০০ টাকা জরিমানা
iii. ৩ মাস জেল ও ৫০০ টাকা জরিমানা