"তোমরা (ইসলাম ও মানবতা বিরোধী শত্রুর বিরুদ্ধে) লড়াই করবে ততক্ষণ পর্যন্ত; যতক্ষণ না ফিতনা ফ্যাসাদ, অশান্তি চিরতরে নির্মূল হয়ে যায় এবং দীন সামগ্রিকভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়”আয়াতটি কোন সূরায় রয়েছে?
ইবাদতের অর্থ হচ্ছে-
i. আনুগত্য করা
ii. উপাসনা করা
iii. নমনীয় হওয়া
নিচের কোনটি সঠিক?
আল্লাহ্ মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর অন্যসব জীবকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যানের জন্য। সুতরাং মানুষের করণীয়-
i. মানুষ আল্লাহর হুকুম পালন করবে
ii. সংবিধান অনুযায়ী জীবনযাপন করবে
iii. আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করবে।
মানবজাতিকে সৃষ্টির উদ্দেশ্য-
i. আল্লাহর হুকুম পালন করাii. আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করাiii. নিছক উপাসনা
ইবাদতের প্রধান উদ্দেশ্য-i. দুনিয়ার সুখii. স্রষ্টার সন্তুষ্টিiii. আল্লাহর সন্তুষ্টি
হাক্কুল ইবাদ নয়-i. অভাবী লোকের হকii. যাকাত আদায়iii. সাওম পালন
মিজান পিতার ইন্তিকালের পর বোনের পৈত্রিক সম্পত্তি দিয়ে দেন। তার এ কাজটি—i. হাক্কুল্লাহ আদায়ii. হাক্কুল ইবাদ আদায়iii. বান্দার হক আদায়
'হাক্কুল্লাহ' সম্পন্ন করতে হবে—
i. ব্যক্তিগত ক্ষেত্রেii. সামাজিক ক্ষেত্রেiii. অর্থনৈতিক ক্ষেত্রে
আল্লাহর হক আদায় করতে হলে আমাদের সবাইকে করা উচিত
i. সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা
ii. আল্লাহর দেওয়া হুকুম-আহকাম মেনে চলা
iii. নিজের সার্বিক সত্তা আল্লাহতে সমর্পণ করা
ইবাদত হলো-i. আল্লাহর জন্য নামায আদায় করাii. আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করাiii. আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা
একজন লোক তার সকল কাজকে ইবাদতে পরিণত করতে পারে -
i. আল্লাহ ও রাসুলের নির্দেশমতো কাজ করে
ii. শরিয়তের আলোকে কাজ করে
iii. কুরআন-হাদিসের আলোকে কাজ করে
আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে ব্যবহারিক জীবনে তোমার করণীয় হলো-
i. নিয়মিত সালাত আদায় করা
ii. সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা
iii. নিকটাত্মীয়ের হক পালন করা
মানুষ ক্ষমার আশা করতে পারে
i. তাওবার মাধ্যমেii. মুনাজাতের মাধ্যমেiii. নামায আদায়ের মাধ্যমে
সালাত মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে; এ উক্তির তাৎপর্য হলো-
i. সালাত আদায় করলেই অন্যায় চলে যাবেii. সালাত আদায়ে অন্যায়ের প্রতি অনীহা তৈরি হবেiii. মানুষের মনে সালাত আদায়ে পাপবোধ সৃষ্টি হবে
সালাতের উপকারিতা—
i. ইমান মজবুত করেii. অশ্লীল কাজ থেকে বিরত রাখেiii. আর্থিক উন্নতি আনয়ন করে
জামাআতে নামায পড়ার সুফল হলো—
i. নামাযিদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠেii. একতাবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা পায়iii. অন্তরে প্রশান্তি আসে
সাওম পালনকারীদের দ্বারা সমাজে শান্তিশৃঙ্খলা ফিরে আসে। কারণ তারা-
i. হিংসা-বিদ্বেষ পরিহার করতে সচেষ্ট হয়ii. পরনিন্দা পরিহার করতে সচেষ্ট হয়iii. খোদাভীরু জীবনযাপনে সচেষ্ট হয়
'সাওম' এর মৌলিক উদ্দেশ্য হলো—i. আল্লাহর সাক্ষাৎ লাভii. তাকওয়া অর্জনiii. আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা
কোনটি সঠিক?
সাওমের মৌলিক উদ্দেশ্য নয়—i. ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারাii. পরিবদের বুঝতে পারাiii. তাকওয়া অর্জন করা
সাওমের সামাজিক গুরুত্ব হচ্ছে-
i. ব্যবসায়ী হওয়াii. বদ অভ্যাস দূর করাiii. সামাজিক বন্ধন দৃঢ় করা
যাকাত হিসেবে আমরা সাধারণত নগদ অর্থ কিংবা কাপড়চোপ অথবা অন্য কোনো দ্রব্য প্রদান করে থাকি। এক্ষেত্রে বিকল্প পরার হতে পারে—
i. গরিব লোকদের দাওয়াত করে খাওয়ানো
ii. কুটির শিল্প গড়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা
iii. রাষ্ট্রীয়ভাবে আদায় করে তা বণ্টন করা
যাকাতের আভিধানিক অর্থ-i. পবিত্রতাii. বৃদ্ধিiii. ব্যয়
জামিল সাহেব যাকাত সঠিকভাবে আদায় করেন। তার আদায়ের উদ্দেশ্য-i. গরিবদের অবস্থার উন্নয়ন করা।ii. ফরজ বিধান আদায় করাiii. দানশীলতা প্রকাশ করা
যাকাত দানের উদ্দেশ্য-i. অর্থনৈতিক বৈষম্য দূরকরণii. গরিবের অবস্থার পরিবর্তন করাiii. সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা
ইসলামে পবিত্রতা অর্থ হচ্ছে-
i. পোশাক পরিচ্ছেদ সর্বদা পরিষ্কার ও পবিত্র রাখা
ii. শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সবসময় পরিষ্কার ও পবিত্র রাখা
iii. মনকে পরিচ্ছন্ন ও পবিত্র রাখা
হল করার মাধ্যমে আদায় হয়-
i.শারীরিক ইবাদত
ii. মানসিক ইবাদত
iii. আর্থিক ইবাদত
হজের মাধ্যমে আমরা শিক্ষালাভ করি যে-
i. বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধের
ii. জান ও মালের কুরবানি
iii. আল্লাহ হজ পালনকারীর গুনাহ মাফ করে দেন
প্রত্যেক ধনী মুসলমানকে জীবনে একবার হজ করতে হবে-
i. শরিয়তের বিধান অনুসরণ করার জন্য
ii. আল্লাহর নির্দেশ পালনের জন্য
iii. বায়তুল্লাহ যিয়ারতের জন্য
হাজের মাধ্যমে মানুষের মন থেকে দূর হয়-
i. মুনাফেকী
ii. হিংসা-বিদ্বেষ
iii. কৃপণতা
শিল্প প্রতিষ্ঠানে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বিদ্যমান থাকলে তার পরিণতি হতে পারে-
i. মালিক-শ্রমিক সহযোগিতা বৃদ্ধি পেতে পারে
ii. লভ্যাংশ হ্রাস হতে পারে
iii. আন্তরিকতাপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে
কুপ্রবৃত্তিকে দমন করাকে বলে-
i. বড় জিহাদ
ii. বাতিনী জিহাদ
iii. জিহাদে আকবর
জিহাদে বাতিনী বলতে বোঝায়—
i. কাফিরদের বিরুদ্ধে জিহাদii. কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ iii. শয়তানের বিরুদ্ধে জিহাদ
আজমল সাহেবের এ কাজের কারণে-i. সমাজে সম্মান বৃদ্ধি পাবে
ii. ধনসম্পদ বৃদ্ধি পাবেiii. প্রার্থীর হক আদায় হবে
কামরুল সাহেব এ আচরণের মাধ্যমে লঙ্ঘন করেছেন
i. প্রতিবেশীর অধিকারii. হাক্কুল ইবাদiii. আত্মীয়ের অধিকার
রফিকুল ইসলাম নিয়ত করবে-
i. আরবিতে
ii. যেকোনো ভাষায়
iii. মনে মনে
এক্ষেত্রে জনাব হাফিজুর রহমানের কর্তব্য হলো-
i. তিনি বিধি মোতাবেক যাকাত আদায় করবেনii. যাকাতের মাসারিফ জেনে যাকাত আদায় করবেনiii. বেশি বেশি দান খয়রাত করবেন