সম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে?
30°C তাপমাত্রায় কোন লবণের দ্রাব্যতা 5.0 g / L হলে 400 mL সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম লবণ আছে?
Ar3d104s0 ইলেকট্রন বিন্যাস হলো-
i. Cu+ আয়ন
ii. Zn++ আয়ন
iii. Fe++ আয়ন।
নিচের কোনটি সঠিক?
কোনটি স্ট্যানিক ক্লোরাইড এর সংকেত?
FeCN64 আয়নের কেন্দ্রীয় পরমাণুর কি ধরনের সংকরণ ঘটে?
1M NaOH দ্রবণের pH এর মান কত?
ভিনেগারে কোনটি থাকে?
বায়ুমন্ডলে CO2 এর পরিমাণ কত?
0.95 atm চাপে 25°C তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 40L হলে উক্ত তাপমাত্রায় 1.0 atm চাপে গ্যাসটির আয়তন কত হবে?
কোন ধরনের দূষক পানির DO এর পরিমাণ কমায়?
i. অজৈব দূষক
ii. জৈব দূষক
iii. তেজস্ক্রিয় দূষক
SATP তে গ্যাসের মোলার আয়তন কত লিটার?
কোনটি জৈব যৌগ নয়?
নিচের কোনটি ইলেকট্রোফাইল?
RCOONa + NaOH(CaO, তাপ) A+Na2CO3;A যৌগটি কি?
অ্যালকিন
কার্বক্সিলিক এসিড
অ্যালকেন
অ্যালডিহাইড
মনোহাইড্রিক অ্যালকোহল শনাক্তকরণে-
i. Na ধাতু ব্যবহৃত হয়
ii. PCl5 প্রয়োজন হয়
iii. স্যালিসাইলিক এসিড ব্যবহৃত হয়।
250mL 0.1 M H2SO4 দ্রবণে কত গ্রাম H2SO4 আছে?
চিনি ও গ্লুকোজ হলো-
রাসায়ানিক বিক্রিয়ার ফলে যে সকল পদার্থ উৎপন্ন হয়, অনেক সময় তাদের যে কোন একটি প্রভাককের কাজ করে থাকে। এই প্রভাবককে কি বলে?
কোনটি প্রাইমারি বায়ু দূষক নয়?
প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা কোনটি?
বিটা ক্ষয় হয় কোন বলের কারণে?
27°C তাপমাত্রায় দুটি অক্সিজেন পরমাণুর গতিশক্তি কত?
সকল মৌলের পরামাণুতেই সাধারণ মূল কণিকা হিসাবে কোনটি উপস্থিত থাকে?
Cu2+ আয়নের দ্রবণে অধিক NH4OH দ্রবণ যোগ করলে কি বর্ণ সৃষ্টি হয়?