শুধু পরিসীমা দেয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব ?
দুটি অন্তঃস্থ বৃত্তের ব্যাস ৮সে.মি ও ৪ সে.মি হলে বৃত্তদ্বয়ের কেন্দ্রের দূরত্ব কত সে.মি?
একটি বৃত্তের ব্যসার্ধ ১৪সে.মি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান হলে, বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য কত সে.মি?
মাছের মূল্য ২০% কমে গেলে মাছের ব্যবহার শতকরা কী পরিমাণ বাড়ালে খরচের কোনো পরিবর্তন হবে না?
(x+y)=5 এবং (x-y)=3 হলে x2+y2 এর মান কত?
(x+y)=8 এবং xy=13 হলে (x-y)2 এর মান কত?
A বিন্দুতে দুটি পরস্পর বিপরীত রশ্মির প্রাপ্ত বিন্দু হলে A বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তা হবে-
দুটি বৃত্তের ব্যসার্ধের অনুপাত ২:৩ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
১৫ থেকে ৯৫ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
কোন আসল সুদ-আসল ২বছরে ৪৫৬ টাকা ও ৫ বছরে ৫৪০টাকা হলে সরল সুদের হার কত?
৫টি ৫টাকার নোট এবং ১০টি ১০টাকার নোট একত্রে ২০টি ২০টাকার নোটের কত অংশ ?
কোনটি সাদৃশ্য পূর্ণ নয়?
০.০০১+(০.১×০.১)= কত?
এক ব্যক্তি ১০০টাকা থেকে যতগুলো ২টাকার স্ট্যাম্প কেনে তার ১০গুণ ১টাকার স্ট্যাম্প কেনে। অবশিষ্ট টাকায় ৫টাকার কয়টি স্ট্যাম্প কিনতে পারবে?
১৫লিটার পানি ভর্তি একটি পাত্র থেকে কিছু পানি ফেলা হলো। তাতে অবশিষ্ট পানি ফেলে দেওয়া পানির চেয়ে ৭ লিটার কম হলো। কত লিটার পানি ফেলা হয়েছে?
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ১০ফুট। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গফুট?
যদি মুরগি ও ছগলে মোট মাথা ৪৫ আর মোট পা ১৪০ হয় তাহলে ছাগলের সংখ্যা কয়টি?
৩,৫,৪,৮,১১,৬
যদি 16(4n)=1 হয় তাহলে a এর মান কত?
কোন ত্রিভুজে পূরক কোণ পাওয়া যাবে?