কোন স্থিতিস্থাপক গুণাঙ্কটি তরলের জন্য প্রযোজ্য?
স্থির অবস্থা খেকে মুক্তভাবে পড়ন্ত োন বস্তুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দুরত্বের অনুপাত-
v বেগে গতিশীল একটি চার্জিত কণা চৌম্বকের B-এর অভিলম্ব বরাবর ঐ ক্ষেত্রে প্রবেশ করার ফলে r ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে ত থাকে। B- এর মান কম করলে কি ঘটবে?
সরল ছন্দিত স্পন্দনে বিস্তার এ হলে, স্পন্দিত কণার বিভব শক্তি সর্বোচ্চ হবে যখন সরণ-
একটি অতি সুক্ষ তারের ব্যাস কোন যন্তটি দিয়ে পরিমাপ করবে
দুটি কৃঞ্চ বস্তুর নির্গত তাপশক্তির ১৬:১। দ্বিতীয় বস্তুর তাপমাত্রা ৩০০ হলে , প্রথম বস্তুর তাপমাত্রা কত ?
একটি তাপ ইঞ্জিনের কার্যকর বস্তু ৪০০ K তাপমাত্রার উৎস হতে 840 J তাপ গ্রহণ করে শীতল আধারে 420 J তাপ বর্জন করে। শীতল আধারের তাপমাত্রা-
এক ব্যাক্তির চোখের নিকট বিন্দু 15 CM. স্পষ্ট দর্শনের নূন্যতম দুরত্বে বই পড়তে হলে, তাকে কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে?
একটি তরঙ্গের বিস্তার ০.4 M হলে T/4 সময়ে কম্পনের উৎস হতে দূরত্বে অবস্থিত বিন্দুর সাম্যবস্থান হতে সরণ করতে হবে?
যখন আলোক উৎস ও পর্দার মধ্যবর্তী দূরত্ব সসীম থাকে তখন কোন অপবরতন হয়?
p-n জংশনের নিঃশেষিত অঞ্চলে থাকে-
একটি অধান q-কে কেন্দ্র করে R ব্যাসারধের একটি গোলীয় গাউসীয় তল কল্পনা করা হল।ব্যাসার্ধ্ দ্বিগুণ হলে ঐ গাউসীয় তলের মধ্য দিয়ে বহিমূরখী তডিৎ বলরেখার সংখ্যা-
একটি নভো দুরীকরণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রর ফোকাস দুরত্ব যথাক্রামে 1 m ও 0.05m। স্বাভাবিক দর্শনের ক্ষেত্রে বিবর্ধন নির্ণয় কর?
সমযের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সারণের হার-
কোনটি নিউক্লিয় ঘটনা নয়?
যদি একটি বস্তু আলোক বেগে চলে তবে এর দৈর্ঘ্য কত হয়?
একটি স্লাইড ক্যালিপারসের প্রধান স্কেলের এক ভাগের নূণ্যতম মান 1 mm এবং 99 ভাগ ভার্নিয়ার স্কেলের 100 ভাগের সমান। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক কত?
হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর দৃশ্যমান অঞ্চলের রেখাগুলির নাম কি?
3p এবং 2p বলদ্বয়ের লব্দি R। প্রথম বল দ্বিগুণ করলে লব্দির পরিমাণও দ্বিগুণ হয়। বলদ্বয়ের মধ্যবর্তী োন কত হবে?
সরল দোলন গতির ক্ষেত্রে বলের বৈশিষ্ট্
মানুষের শরীরে ভাইরাস সংক্রমণ ও ক্যান্সার প্রতিরোধে ব্যবহৃত হয় কোনটি?