হিসাবরক্ষণে 'ডেবিট' অর্থ
বিক্রয়ের জন্য নগদে মেশিন ক্রয় করে ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে। এটি হচ্ছে-
মূলধনী খরচকে ভুল্ক্রমে মুনাফা জাতীয় খরচ হিসেবে হিসাবভুক্ত করা হলে
প্রারম্ভিক মূলধন ৳৫০,০০০, অতিরিক্ত মূলধন ১০,০০০, সমাপনী মূলধন ৬০,০০০, মুনাফার পরিমান ১০,০০০ হলে, উত্তোলনের পরিমান হবে
বিজ্ঞাপন খরচ-
অ-নগদ (Non-Cash) লেনদেন
বিনিময় বিল প্রত্যাখাত হলে, আদেষ্টার বইতে যেটি সঠিক
বাকিতে মাল বিক্রয় ও অর্থ আদায় লিপিবধ করার ক্ষেত্রে যে হিসাবটি সম্পর্কিত নয়-
সঠিক নয়-
নীট মুনাফার জন্য ক্রেডিট লিখনে যে হিসাবের ক্রেডিট বাম দিকে লিখতে হয়-
মূখ্য ব্যয় নির্ণয়ে অন্ত্ররভুক্ত হয় না-
ব্যবসায় প্রতিষ্ঠানের মোট মুনাফা নির্ণয়ে প্রযোজ্য সূত্রঃ
হিসাবকাল শেষে যে ধরনের হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়
ব্যাংক ব্যালান্স ক্রেডিট হলে রেওয়ামিলে দেখানো হয়-
একটি কোম্পানির চলতি দায় ৳২০,০০০ এবং চলতি অনুপাত ৫:২। ঐ কোম্পানির নীট কার্যকারী মূলধন হল-
অংশীদারগনের চলতি হিসাব খোলা উচিত যখন তাদের মূলধন হয়-
অগ্রপ্রদত্ত পদ্ধতিতে কাঙ্খিত খুচরা নগদান তহবিল ৳২০,০০০। নির্দিষ্ট সময়কালে ৳১৪৬০ খরচ হল। প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে সময়ান্তে প্রদান করবে-
ব্যাংকের পাশ বহির দেবিট দিতে লিখা হয়ঃ
হিসাব সমীকরণ অনুযায়ী 'ক্রয়ফেরত'
প্রারম্ভিক মজুদ পণ্য ৳২০,০০০, ক্রয় ১,২০,০০০, ক্রয়ফেরত ২,০০০, বিক্রয় ১,৬০,০০২। ক্রয়মূল্যের উপর ২০% মুনাফা হলে সমাপনী মজুদ পন্যের পরিমান