একটি ভেক্টর F→ অঘূর্ণনশীল হয়, যদি
কোনো বিচ্ছিন্ন সিস্টেমের চুড়ান্ত অবিচল অবস্থাকে_______ বলে।
2 km উঁচুতে অবস্থিত একটি বিমান হতে 1kg ভরের একটি বোমা ফেলে দেওয়া হল। ভূমি স্পর্শ করার মুহুর্তে বোমাটির গতিশক্তি কত হবে?
মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি?
একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ। উক্ত গ্রহের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 3 গুণ। উক্ত গ্রহের মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগের কতগুণ?
C1, C2 এবং C3 তিনটি ধারককে শ্রেণিতে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব হয় 1 µF। দ্বিতীয় ও তৃতীয় ধারকের মান যথাক্রমে 2 এবং 3 µF হলে প্রথমটির মান কত?
একটি 5 kg ভরের বস্তু একটি লিফটের মেঝের ওপর স্থির অবস্থায় আছে। লিফটের উর্ধ্বগামী ত্বরণ 2 ms-2 হলে বস্তুর ওপর মেঝে কর্তৃক বল কত?
একটি সুষম তড়িৎক্ষেত্রে 50 cm ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য 200 V। তড়িৎক্ষেত্রের প্রাবল্য কত?
একটি কোষের সাথে রোধ R1 শ্রেণিতে যুক্ত আছে। R2-এর সাথে R3 রোধ সমান্তরালে যুক্ত করায় বর্তনীর প্রবাহমাত্রা খুব অল্প পরিমাণে বৃদ্ধি পেলে নিচের কোনটি সত্য?
কোন গোলকের গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ, R =
চিত্রে প্রদর্শিত বর্তনীতে R₃ এর দুই প্রান্তের বিভব পার্থক্য -
দুটি গাড়ি একই সময়ে একই স্থান থেকে যাত্রা শুরু করল। তাদের অবস্থান যদি X1(t) = at + bt2 এবং x2(t) = ft-t2 দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কত সময়ে তাদের বেগ একই হবে।
a-f1+b
a+f2b-1
a+f21+b
f-a21+b
একটি বস্তুকে যে পরিমাণ বল দ্বারা পূর্বদিকে, সেই একই পরিমাণ বল দ্বারা দক্ষিণ দিকে টানা হচ্ছে। লব্ধিবল পশ্চিম দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে?
কোন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই?
কোন মসৃণ অনুভূমিক তলের ওপর অবস্থিত একটি ব্লককে 50 Nm-1 বল ধ্রুবকের একটি স্প্রিং-এর সাথে সংযুক্ত করা হল। সাম্যাবস্থা থেকে স্প্রিংটিকে 2 cm সংকুচিত করা হলে স্প্রিং বলের বিপরীতে কাজের পরিমাণ কত?
ইস্পাতের [Y = 2 ×1011 Nm-2] একটি তারের দৈর্ঘ্য 2m, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 mm2। তারটির প্রান্তে 20 N বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি কত মিটার?
২টি বস্তু বিপরীত দিক থেকে 10 m/s বেগে এসে একে অপরকে মুখোমুখি ধাক্কা দিল। ১ম বস্তুর ভর ২য় বস্তুর দ্বিগুণ। ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত হয়ে চললে কত বেগে চলবে?
একটি সেকেন্ড দোলক পৃথিবীর সাপেক্ষে 0.8c বেগে গতিশীল থাকলে পৃথিবীর একজন পর্যবেক্ষকের নিকট তার দোলনকাল কত মনে হবে?
ভূ-পৃষ্ঠ থেকে কত মিটার উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মানের এক-চতুর্থাংশ হবে? পৃথিবীর ব্যাসার্ধ 6 × 106 m
কোন্টি সরল ছন্দিত গতির বলের বৈশিষ্ট নয়?
P ও Q এর মধ্যবর্তী কোণ β হলে P →.Q →P → ×Q → এর মান কত?
নিচের বর্তনীর ২ রোধের মধ্য দিয়ে কারেন্টের মান কত? [ডায়োডটি আদর্শ।]
একটি নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে সমোষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করে আদি আয়তনের অর্ধেক করা হলে চুড়ান্ত চাপ কত হবে?
98 ms-1 আদিবেগে এবং ভূমির সাথে 30° কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো। বস্তুটির ভ্রমণকাল কোনটি?
6µF-এর 3টি খরককে শ্রেণি সংযোগে যুক্ত করে 100V এর বাটারি ঐ সংযেগের সাথে যুক্ত করা হলো। সঞ্চিত শক্তির পরিমাণ কত?
দুটি সমান্তরাল চিড়ের ব্যবধান 0.01 mm। একে 590 nm তরঙ্গদৈর্ঘ্যের একবর্ণী আলো দ্বারা আলোকিত করলে 0.2m দূরত্বে অবস্থিত পর্দায় ডোরার প্রস্থ কত হবে?