কোন ক্ষুদ্রত্তম সংখ্যাকে ৪,৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩ অবশিষ্ট থাকবে?
একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৪৮৪ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯ তাদের সমষ্টি কত?
একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
দুইটি সংখ্যার গ.সা.গু ৯০ এবং ল.সা.গু ১৫। একটি সংখ্যা ৪৫ হলে অপর সংখ্যাটি কত ?
.০০১(০.১×০.১) কত ?
x2+y2=8 এবং xy=7 হলে (x+y)2 এর মান কত?
a2-40a+3=0 হলে a এর মান কত ?
কোন ব্যবসায় ক,খ ও গ এর মূলধন যথাক্রমে ৩২০,৪০০ এবং ৪৮০ টাকা। ব্যবসায় ৩০০ টাকা লাভ হলে 'গ' অপেক্ষা 'ক' কত টাকা কম পাবে?
কাজের দিন 2টাকা পাওয়া এবং অনুপস্থিতির দিন 50 পয়সা জরিমানা দেওয়া শর্তে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে 40 টাকা পেল। ব্যক্তিটি কাজে কত দিন উপস্থিত ছিলো?
30 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে। কাজ আরম্ভের 12দিন পর 15জন লোক চলে গেল।বাকি লোক কতদিন এ অবশিষ্ট কাজ সমাধা করতে পারবে?
300টাকার 4 বছরের সরল মুনাফা ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 160 টাকা হলে শতকরা মুনাফার হার কত?
80 ফুট দীর্ঘ এবং 70 ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চতুর্দিকে 5ফুট প্রস্থ একটি রাস্তা আছে । রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট?
যদি x+y=7 এবং xy=12 হলে x এবং y এর সম্ভাব্য মান নিম্নের কোনটি হবে?
(x-y)(x+y)/x2-y2= কত?
x2-y2-2y এর একটি উৎপাদক 1 x+y+1 হলে অপর উৎপাদক নিচের কোনটি হবে?
যদি x(2x+1)=0 এবং (x+1/2)(2x-3)=0 হয়, তাহলে x এর মান কত?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭০ বছর। তাদের বয়সের অনুপাত ৫ঃ২ ছিল। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত?
১৮০ ডিগ্রী থেকে বড় কিন্তু ৩৬০ ডিগ্রির চেয়ে ছোট এমন ধরনের কোণকে কি বলে?
যদি x34=2 হয় তবে x3 এর মান কত হবে?
যদি a b উভয়ই ধনাত্মক সংখ্যা হয়, তবে 15(3ab)0= কত হবে?
310+310+310=? কত?
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১৫ সে.মি. ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর ৩ সে.মি. । ঐ বাহুদ্বয়ের দৈর্ঘ্য সেন্টিমিটারে নির্ণয় করো-
একজন দোকানদার ৭.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হতো এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হতো, তাহলে তার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রমূল্য কত?
একটি সমদ্বিবাহুর ভূমি সংলগ্ন একটি কোণের পরিমাপ ৫৫ডিগ্রি হলে উহার শীর্ষ কোণের পরিমাপ কত হবে?