দস্তার পাত্রের FeSO, দ্রবণ রাখলে সৃষ্ট কোষের কোষ বিভব হবে-
এখানে, E∘Zn2++(aq)/Zn(s)=-0.76V
E∘Fe2++(aq)/Fe(s)=-0.44V
Zn এবং Cu এর প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে-0.76V এবং +0.34V ।
Cu + Zn2+ →Cu2+ + Zn; বিক্রিয়ায় E°cell এর মান কত?
A + B2+ → A2+ + B এর E°Cell এর মান + Ve হলে নিচের 2+ কোন উক্তিটি সত্য?
মুখ্য নির্দেশক তড়িৎদ্বারের জন্য-
i. HCI এর ঘনমাত্রা IM
ii. H2SO4 এর ঘনমাত্রা IM
iii. চাপ 1 atm
নিচের কোনটি সঠিক?
প্রমাণ তড়িৎদ্বারের ক্ষেত্রে-
i. দ্রবণের ঘনমাত্রা IM
ii. ক্যালোমেল সেকেন্ডারি তড়িৎদ্বার
iii. প্রয়োজনীয় তাপমাত্রা 25°C
নিচের কোন ক্ষেত্রে বিজারণ সম্ভব?
i. Mg, Zn2+ কে বিজারিত করতে পারে
ii. Zn, Fe2+ কে বিজারিত করতে পারে
iii. Fe, Cu2+ কে বিজারিত করতে পারে
জারণ-বিজারণ বিক্রিয়ায় ঘটে
i. অ্যানোডের ক্ষয়
ii. ইলেকট্রন গ্রহণ
iii. ইলেকট্রন প্রদান
তড়িৎ রাসায়নিক কোষের emf = ?
i. E° Anode(ox) + E°Cathode (Red)
11. E Cathode(Red) - E°Anode (Red)
111. E° Anode(ox) - E°Cathode (Red)
যদি Ecell
i. শূন্য থেকে বড় হয়, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে
ii. শূন্য হয়, কোষটি মৃত হবে
iii. শূন্য থেকে ছোট হয়, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না
Pt.H2(s), H+(aq) || A+(aq)/A(s); Ecell = -2.92V কোষটিতে-
i. A ধাতুটির বিজারণ বিভব – 2.92V
ii. গ্যাস অর্ধকোষটি অ্যানোড
iii. বিদ্যুৎ পরিবহন ঘটে
Zn/Zn2+ = +0.76V এবং Ni/Ni2+ = +0.25V হলে-
i. দস্তার পাত্রে নিকেল দ্রবণ রাখা যাবে না
ii. কোষের তড়িচ্চালক বলের মান ঋণাত্মক
iii. নিকেলের পাত্রে জিঙ্কের দ্রবণ রাখা যাবে
Ni(s) + 2Ag+(aq) →2e 2Ni2+ (aq) + 2Ag(s); বিক্রিয়াটিতে-
i. জারিত হয়
ii. Ag জারিত হয়
iii. বিক্রিয়াটি একটি রিডক্স বিক্রিয়া
Fe(s) + CuSO4(aq) → FeSO4(aq) + Cu(s) Fe(s)/ Fe2+(aq) = +,0.44V; Cu(s)/Cu2+(aq) = -0.34V
উদ্দীপকের বিক্রিয়ার জন্য সঠিক তথ্য হলো-
i. তামার পাত্রে আয়রনের দ্রবণ রাখা যাবে।
ii. লোহার পাত্রে কপার লবণের দ্রবণ রাখা যাৰে।
iii. কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে।
একটি Cu পাতকে 0.115 M Cu2+ আয়নের দ্রবণে ডুবালে 25°C উষ্ণতায় তার সঠিক বিভব হবে কোনটি যেখানে E°Cu2+\Cu=+0.34V
যদি E0 Al3+\Al= -1.662V ও E0zn2+/Zn = -0.76V হয়, তবে Al(s)|Al3+ (0.15 M) || Zn2+ (x M) | Zn কোষটির ক্ষেত্রে x এর মান কত হলে 25°C তাপমাত্রায় কোষের তড়িচ্চালক বলের মান শূন্য হবে?
চিত্রে অ্যানোড ও ক্যাথোড তড়িৎদ্বার দুটিকে ব্যাটারি ও চাবি (K) দ্বারা সংযুক্ত করলে-
i. দ্রবণের ধনাত্মক আয়ন ক্যাথোডের দিকে প্রবাহিত হবে
ii. ঋণাত্মক আয়ন অ্যানোডের দিকে প্রবাহিত হবে
iii. দ্রবণে আয়নের সংখ্যা অপরিবর্তিত থাকবে
চিত্রের দ্রবণে নিমজ্জিত পাতদ্বয়ের ক্ষেত্রে-
i. ধনাত্মক প্রান্তকে অ্যানোড বলে
ii. ঋণাত্মক প্রান্তকে ক্যাথোড বলে
iii. পাতদ্বয়ে জারণ-বিজারণ ক্রিয়া ঘটে
উল্লিখিত কোষটি
i. প্রমাণ তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়
ii. e.m.f 0 Volt প্রকাশ করে
iii. হাইড্রোজেন আয়নের বিজারণ প্রকাশ করে
i. Ni(NO3)2 ইলেক্ট্রোপ্লেটিং এ ব্যবহৃত হয়
ii. উক্ত বিক্রিয়ার জন্য 2F বিদ্যুৎ প্রয়োজন
iii. Ni এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.001118 gC-1
উক্ত দ্রবণের তড়িৎ বিশ্লেষণকালে-
i. 126 mg Cu জমা হবে
ii. সঞ্চিত কপারের পরমাণু সংখ্যা 1.198 × 1021 টি
iii. সঞ্চিত Cu এর অণু সংখ্যা 2.198 x 1020 টি
সংঘটিত বিক্রিয়াটিতে-
i. অ্যানোড বিক্রিয়া: Zn → Zn2+ + 2e-
ii. জিংক আয়নের বিজারণ বিভব Fe2+ অপেক্ষা কম
iii. ক্যাথোড বিক্রিয়া: Fe2+ + 2e- → Fe
উদ্দীপকের বিক্রিয়ার জন্য সঠিক তথ্য-
i. Y পাত্রে X2+ দ্রবণ রাখা যাবে
ii. X পাত্রে Y2+ দ্রবণ রাখা যাবে
iii. কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে
উদ্দীপক মতে -
i. হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে সংযোগের ক্ষেত্রে M/M2+ অ্যানোড হিসাবে কাজ করে
ii. N ধাতুর অবস্থান X ধাতুর নিচে
iii. (ⅰ) ও (iii) নং তড়িৎদ্বার দ্বারা কোষ গঠন করা যাবে না
উদ্দীপকের ক্ষেত্রে-
i. A উজ্জ্বল আলো প্রদর্শন করে
ii. B উজ্জ্বল আলো প্রদর্শন করে
iii. উভয় ক্ষেত্রে তাপ শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়
তথ্যগুলো লক্ষ করো?
i. Y নির্মিত পাত্রে X এর দ্রবণ রাখা যাবে
ii. Y নির্মিত পাত্রে Z এর দ্রবণ রাখা যাবে
iii. X নির্মিত পাত্রে Y এর দ্রবণ রাখা যাবে
উদ্দীপকের কোষের Ecell এর মান কত?
উদ্দীপকের ডাটা সমর্থন করে-
i. বয়েলের সূত্র
ii. চার্লসের সূত্র
iii. 10 atm চাপে গ্যাসটির ঘনত্ব 14.3 g/L