ফ্যারাডের সূত্রকে প্রভাবিত করে
i. মৌলের পরমাণুর সক্রিয়তা
ii. তড়িৎবিশ্লেষ্যের ঘনমাত্রা
iii. তড়িৎবিশ্লেষ্য দ্রবণের তাপমাত্রা
নিচের কোনটি সঠিক?
ফ্যারাডের সূত্রটি প্রযোজ্য-
i. ইলেকট্রনের চার্জ গণনায়
ii. ধাতুর পরিমাণ নির্ণয়ে
iii. তড়িৎবিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে
1 মোল AI ধাতু ক্যাথোডে জমা করতে প্রয়োজন-
i. 2F বিদ্যুতের
ii. 3F বিদ্যুতের
iii. 289500 কুলম্ব বিদ্যুতের
CuSO4 দ্রবণে 10A বিদ্যুৎ 965.50 $ ধরে চালনা করলে-
i. ক্যাথোডে সালফার উৎপন্ন হয়
ii. 3.175g পদার্থ সঞ্চিত হয়
iii. উৎপন্ন পদার্থটির পারমাণবিক ভর 63
সাধারণ তাপমাত্রায় H2O থেকে H2 প্রতিস্থাপন করতে পারে-
কোন ধাতু স্বল্পতম সময়ে লঘু HCI এর সাথে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে
E°Cu/Cu2+ তড়িৎদ্বারের বিভব মান কত?
তড়িৎবিশ্লেষ্য দ্রবণের মধ্যে Na+, Cu2+ এবং H+ আয়ন সমপরিমাণে আছে। কোন আয়নটি প্রথমে বিজারিত হবে?
CuSO4 + Zn → ZnSO4 + Cu বিক্রিয়ায় কোনটি জারিত হয়?
Fe/Fe2+ অ্যানোড হলে, নিচের কোনটি ক্যাথোড হিসেবে ব্যবহার করা যাবে?
Pt, H2/H+ এর সাথে ক্যাথোড হিসেবে উপযুক্ত নয় কোনটি?
তড়িৎ রাসায়নিক সিরিজে Cu ধাতুর অবস্থান-
i. Fe এর উপরে
ii. Ag এর উপরে
iii. H এর নিচে
ঠান্ডা পানির সাথে ধাতুর বিক্রিয়ার ক্ষেত্রে-
i. Na এর ক্ষেত্রে আগুন ধরে
ii. ক্যালসিয়াম মন্থর গতিতে বিক্রিয়া দেয়
iii. জিংক কোনো বিক্রিয়া দেয় না
তড়িৎদ্বার বিভব নির্ভর করে-
i. ধাতব দণ্ডের প্রকৃতির উপর
ii. তড়িৎবিশ্লেষ্যের ঘনমাত্রার উপর
iii. দ্রবণের তাপমাত্রার উপর
তড়িৎদ্বার বিভবের সাহায্যে
i. ধাতুর ক্ষয়রোধ করা যায়
ii . এসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়
iii. জারণ-বিজারণ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নির্ণয় করা যায়
লবণ সেতুতে ব্যবহৃত হয় –—
i. KCI
ii. KNO3
iii. NH4NO3
লবণ সেতুর কাজ হলো-
i. অর্ধ কোষদ্বয়ের মধ্যে সংযোগ স্থাপন করা
ii. তরল সংযোগ বিভব দূর করা
iii. তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখা