IUPAC অনুসারে-
i. CICH2-CH2OH (2-ক্লোরোইথানল-1)
ii. CH3(CH2)2CH(CH3)CH3 (4-মিথাইল প্রোপেন)
iii. CH3CH2-O-CH3, (মিথক্সি ইথেন)
নিচের কোনটি সঠিক?
C4H10O যৌগটিতে কোন সমাণুতা বিদ্যমান?
C5H12 সংকেত বিশিষ্ট যৌগের কতটি স্মাণু সম্ভব?
C3H6O2 যৌগের সম্ভাব্য সমাণু কয়টি?
C6H4 (CH3)NH2 দ্বারা কয়টি সমাণু পাওয়া যায়?
C6H4Cl2 দ্বারা কয়টি সমাণু লেখা সম্ভব?
C2H6O দ্বারা সর্বাধিক কয়টি সমাণু লেখা সম্ভব?
জ্যামিতিক সমাণুতার ক্ষেত্রে-
i. দ্বিবন্ধনযুক্ত যৌগ হতে হবে
ii. পরস্পর এনানসিওমার
iii. উভয়ই টক দধিতে পাওয়া যায়
C3H8O; এ সংকেতযুক্ত যৌগের -
i. তিনটি সমাণু সম্ভব
ii. এদের দুটি কার্যকরী মূলক সমাণু
iii. এদের দুটি অবস্থান সমাণু
C3H6O সংকেত দ্বারা গঠিত সম্ভাব্য কার্যকরী মূলক সমাণু হলো-
i. অ্যালডিহাইড
ii. কিটোন
iii. অসম্পৃক্ত অ্যালকোহল
নিচের কোনটি সঠিক?-
অ্যানথ্রাসিন অণুতে π (পাই) ইলেকট্রন সংখ্যা কত?
যৌগটিতে অ্যারোমেটিকত্ব প্রদর্শনের জন্য n এর মান কত?
যৌগটিতে সঞ্চরণশীল ইলেকট্রনের সংখ্যা কত?
6 কার্বন বিশিষ্ট অ্যারোমেটিক যৌগ কোনটি সঠিক নয়?
অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে
i. ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়
ii. ঋণাত্মক আবেশিত প্রভাব অ্যারোমেটিসিটিকে বৃদ্ধি করে
iii. বেনজিন অপেক্ষা ন্যাপথালিনের সক্রিয়তা বেশি
পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ কারণ-
i. একান্তরিত দ্বিবন্ধন আছে
ii. 6 টি পাই ইলেকট্রন আছে
iii. এটি হাকেল নীতি মেনে চলে
C6H6 যৌগটি
i. সমতলীয় যৌগ
ii. এর বলয়ের প্রত্যেকটা কার্বন পরমাণুর সংকরায়ন sp2
iii. এর বলয়ের ইলেকট্রনের সংখ্যা হাকেল সূত্রকে অনুসরণ করে
বেনজিনের কার্বন-কার্বন দ্বি-বন্ধন কোন কোন অরবিটালের অধিক্রমণে সৃষ্টি হয়?
i. sp2 - sp2
ii. p-p
iii. sp2-sp3
হাকেল সংখ্যা হলো-
i. 3
ii. 6
iii. 10
SN2 কৌশল অনুসারে R – X এর প্রতিস্থাপন হয় কয় ধাপে?
কোন অ্যালকাইল হ্যালাইডটি SN2 বিক্রিয়ায় নিষ্ক্রিয় থাকে?
CH3CH2CH2Br + KOH (alc)↔A হলে; A যৌগটির নাম কী?