খলিফা হারুন-অর-রশিদ শাসক হিসেবে ছিলেন-
i. অত্যাচারী
ii. জনদরদি
iii. প্রজাবৎসল
নিচের কোনটি সঠিক?
খিলাফতের প্রথম ভাগে হারুন বিব্রত হয়ে পড়েন-
i. বিদ্রোহীদের ভয়ে
ii. অর্থাভাবে
iii. খারিজি সম্প্রদায়ের উপদ্রবে
খলিফা হারুন-অর-রশিদের শাসনামল খিলাফতের বিস্তৃতি অপেক্ষা সুপ্রসিদ্ধ ছিল-
i. অরাজকতাপূর্ণ শাসন
ii. শান্তিপূর্ণ শাসন
iii. সংহতিপূর্ণ শাসন
খলিফা প্রেরিত শ্রেষ্ঠ সেনাপতিদ্বয় আর্মেনিয়ায় কঠোর হস্তে দমন করেন-
i. বর্বরোচিত আচরণ
ii. ধ্বংসাত্মক কার্যকলাপ
iii. সংহতিপূর্ণ
খলিফা আল-মনসুরের শাসনামলে ইমাম হাসানের প্রপৌত্রর বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে নিহিত হন-
i. ইমাম মুসা-আল কাজিম
ii. মুহাম্মদ
iii. ইব্রাহিম
আলী আর রেজা তাঁর পিতার ন্যায় সে যুগের ছিলেন একজন-
1. শ্রেষ্ঠ বিজ্ঞানী
ii. শ্রেষ্ঠ জ্ঞানী
iii. প্রখ্যাত পণ্ডিত
ইদ্রিস মাগরিব আল-আকসায় তার নামানুসারে ইদ্রিসী বংশ প্রতিষ্ঠা করেছিলেন-
1. রাষ্ট্রীয় সংহতি পূরণের জন্য
ii. নিরাপত্তা বিধানের জন্য
iii. ভোগবিলাসের জন্য
ইয়াহিয়ার পুত্রদ্বয় পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন-
i. ইসা
ii. জাফর
iii. ফজল-বিন-রাব্বি
খলিফা হারুন পর্যায়ক্রমে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন-
i. মুহাম্মদকে
ii. আব্দুল্লাকে
iii. কাসিমকে
হারুন-অর-রশিদের শাসনামলেই পুত্রদেরকে শাসনকর্তা নিযুক্ত করা হয়-
1. আমিনকে পশ্চিমাঞ্চলে
ii. মামুনকে পূর্বাঞ্চলে
iii. কাসিমকে মেসোপটেমিয়া অঞ্চলে
খলিফা হারুন-অর-রশিদের পাশ্চাত্যের বহু রাজার সাথে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে-
i. অত্যাচারীর জন্য
ii. উদারনীতির জন্য
iii. মননশীলতার জন্য
খলিফা হারুন-অর-রশিদ ফ্রান্স সম্রাট শার্লিমেনকে উপহার দিয়েছিলেন-
i. জাঁকজমকপূর্ণ পোশাক
ii. সুগন্ধিদ্রব্য
iii. কারুকার্যখচিত জলঘড়ি
খলিফা মাহদীর রাজত্বকালে বাইজানটাইন সম্রাট আক্রমণ করেন-
i. কনস্টানটাইন আর্মেনিয়া
ii. বসফোরাস
iii. রাজ্যের সীমান্ত অঞ্চল
খলিফা ক্ষুব্ধ হয়ে এক বিশাল বাহিনী নিয়ে যুদ্ধে রোমানদের পরাজিত করে তিনি পুনরাধিকার করেন-
i. কাবুল
ii. সাইপ্রাস
iii. ক্রীটদ্বীপ
হারুন-অর-রশিদ সাম্রাজ্যে বিদ্রোহ কঠোর হস্তে দমন করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন-
1. রণদক্ষতার মাধ্যমে
ii. তেজোম্বিতার মাধ্যমে
iii. নির্ভীকতার মাধ্যমে
হারুন-অর-রশিদের যথেষ্ট অনুরাগ ছিল-
i. সংগীতের প্রতি
ii. অপসংস্কৃতির প্রতি
iii. সংস্কৃতির প্রতি
খলিফা হারুন-অর-রশিদ নিঃসন্দেহে ছিলেন একজন-
1. আব্বাসি খলিফাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ
ii. পৃথিবীর শ্রেষ্ঠ রাজাদের মধ্যে অন্যতম
iii. নিষ্ঠুর শাসকদের মধ্যে অন্যতম
অধ্যাপক পি. কে. হিট্টি নবম শতাব্দীর শুরুতে দুজন বিশ্ববিখ্যাত নৃপতির নাম ইতিহাসে উল্লেখ করেন-
i. শার্লিমেনকে
ii. ফাগফুরকে
iii. হারুন-অর-রশিদকে
খালিদের পুত্র ইয়াহিয়াও পিতার ন্যায় সুযোগ্য ছিলেন। বাক্যটিতে প্রকাশ পেয়েছে-
i. খালিদের দক্ষতা
ii. ইয়াহিয়ার দক্ষতা
iii. রাজিবের যোগ্যতা
খলিফা হারুন-অর-রশিদ জনসাধারণের মঙ্গলার্থে প্রতিষ্ঠা করেছিলেন-
i. স্কুল
ii. মাদ্রাসা
iii. দাতব্য চিকিৎসালয়
নতুন নতুন পোশাকের নকশা তৈরি করে পোশাক জগতে এক আলোড়ন সৃষ্টি করেছিলেন। উক্তিটি যার ক্ষেত্রে প্রযোজ্য-
i. লায়লা
ii. জুবাইদা
iii. জুবাইদার ভগ্নী
খলিফা হারুন-অর-রশিদ প্রচুর অর্থ ব্যয় করতেন-
i. জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে
ii. সংস্কৃতির উন্নয়নে
iii. সাহিত্যের উন্নয়নে
খলিফা হারুনের নাম বহির্জগতে ছড়িয়ে পড়েছিল-
i. পরাক্রমশালী যোদ্ধা হিসেবে
ii. ন্যায়পরায়ণ শাসক হিসেবে
iii. অত্যাচারী শাসক হিসেবে
খলিফা হারুনের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য দূত প্রেরণ করেছিলেন
1. চীন সম্রাট ফাগফুর
ii. রোমান সম্রাজ্ঞী আইরিন
iii. ফ্রান্স সম্রাট শার্লিমেন
হাবুন খিলাফতে অধিষ্ঠিত হয়ে ফজলকে যথাক্রমে শাসনকর্তা নিযুদ্ধ
1. আজারবাইজানের
ii. খোরাসানের
iii. মিশরের
অল্পকালের মধ্যে বার্মাকিগণ প্রভূত ধনের অধিকারী হন" বলতে বোঝাতে চেয়েছেন-
i. প্রচুর সম্পদের মালিক হন
ii. কম সময়ে অনেক সম্পদের মালিক হন
iii. বেশি সম্পদের মালিক হন
আফরের প্রচেষ্টায় সরকারি কর্মচারীদের নিত্যনতুন প্রথা দরবারে প্রচলিত হয়-
i. পোশাক-পরিচ্ছদের
ii. রীতিনীতির
iii. আচার-অনুষ্ঠানের
ঐতিহাসিক খালদুনের মতে, বার্মাকি পরিবারের পতনের অন্যতম প্রধান কারণ ছিল রাজ্য শাসনে তাদের সীমাহীন-
i. দুর্নীতি
ii. জনপ্রিয়তা
iii. প্রভাব প্রতিপত্তি লাভের
ঐতিহাসিকদের মতে বাগদাদের সেতুর ওপর ঝুলিয়ে রাখা হয় জাফরের-
i. অখণ্ডিত দেহ
ii. ছিন্ন মস্তক
iii. দ্বিখণ্ডিত দেহ
খলিফা হারুন-অর-রশিদ উত্তরাধিকারী মনোনয়নের সময় অত্যন্ত বিব্রতবোধ করেন দু রাজনৈতিক দলের উত্থানে-
i. ইরান
ii. আরব
iii. পারসিক
আল-আমিন অত্যধিক স্নেহ-আদরে লালিত-পালিত হওয়ায় বাস্তব জীবনে ছিলেন-
i. বিলাসী
ii. আমোদপ্রিয়
iii. কর্মঠ
আল-মামুন প্রকৃত জ্ঞানার্জন করে খ্যাতিলাভ করেছিলেন যে যুগের-
i. শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে
ii. আইনজ্ঞ হিসেবে
iii. চিকিৎসক হিসেবে
নাইসিফোরাস ছিলেন একজন-
i. 'দয়ালু প্রকৃতির লোক
ii. উত্থত স্বভাবের লোক
iii. বদমেজাজি লোক
খলিফা হারুনের নিকট নাইসিফোরাসের চিঠি, পূর্ববর্তী সম্রাজ্ঞী আপনাকে অহেতুক প্রভুত মর্যাদা দিয়ে পরিচয় দেন-
i. সাহসিকতার
11. নির্বুদ্ধিতার
iii. নারীসুলভ দুর্বলতার
নাইসিফোরাসের অশালীন পত্র পাঠ করে খলিফা অত্যন্ত-
i. ক্ষুব্ধ হন
ii. খুশি হন
iii. ক্রোধান্বিত হন
নাইসিফোরাসের পত্রের জবাবে হারুনের উত্তর-
i. কর্ণে শুনতে হবে না
ii. স্বচক্ষেই অবলোকন করবে
iii. যুদ্ধের মাঠেই দেখতে পাবে
যুদ্ধে রোমান সম্রাট শোচনীয়ভাবে পরাজিত হয়ে খলিফা হারুনের নিকট-
i. সন্ধি প্রার্থনা করেন
ii. কর প্রদানের প্রতিশ্রুতি দেন
iii. বিশ্বাসঘাতকতা করেন
নাইসিফোরাস তৃতীয়বার সন্ধি চুক্তি ভঙ্গ করে মুসলিম সাম্রাজ্যে পরিচালনা করেন-
1. লুটপাট
ii. ধ্বংসাত্মক কাজ
iii. মানবিক কাজ
খলিফা হারুন বর্ধিত কর ছাড়াও প্রত্যেক সদস্যের ওপর কর আরোপ করেন-
i. নাইসিফোরাসকে
ii. রাজপরিবারকে
iii. সাধারণ জনগণকে
গ্রিকদের বিরুদ্ধে বারংবার যুদ্ধ জয় খলিফার সাক্ষ্য বহন করে-
i. রণনৈপুণ্য
ii. সমরকুশলতার
iii. ভীরুতার
সৈয়দ আমীর আলী বলেন, বাইজানটাইন শাসনের অবসান ঘটলে এটি পৃথিবীর সভ্যতার জন্য-
i. অশান্তিময় হতো
ii. শান্তিময় হতো
iii. মঙ্গলজনক হতো
খলিফা হারুন-অর-রশিদ ছিলেন একজন-
i. অত্যাচারী শাসক
ii. ধার্মিক শাসক
iii. ন্যায়পরায়ণ শাসক
খলিফা হারুন-অর-রশিদের চরিত্রে অপূর্ব সংমিশ্রণ পরিলক্ষিত হয়-
i. নিষ্ঠুরতার
ii. কঠোরতার
iii. কোমলতার
আল-আমীনের শাসনামলে আব্বাসি খিলাফত দুটি প্রতিদ্বন্দ্বী শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল-
i. তুরস্ক
আল-মামুন মহাবিপদে পড়েন-
i. ফজল-বিন-রাব্বির বিশ্বাসঘাতকতার ফলে
ii. সেনাবাহিনী হতে বঞ্চিত হয়ে
iii. অর্থসম্পদ হতে বঞ্চিত হয়ে
"ফজল-বিন-রাব্বি অযোগ্য হলেও উচ্চাভিলাষী ছিলেন বাক্যটিতে ফজল-বিন-রাব্বির যে দিকটি ফুটে উঠেছে-
i. সৌখিনতা
ii. শাসনের অযোগ্যতা
iii. সুশাসক
"তাঁর চরিত্রে নানা গুণের সমাবেশ ঘটেছিল।" বাক্যটিতে প্রকাশ পেয়েছে
i. মন্দ দিক
ii. ভালো দিক
iii. অনেক গুণ
অধ্যাপক পি. কে. হিট্টি বলেন, মামুনের রাজধানী প্রধান কেন্দ্ররূপে সমাদৃত হয়েছিল-
1. ব্যবসায় বাণিজ্যের
ii. শিল্পের
iii. জ্ঞানচর্চার
খলিফা আল-মামুন ছিলেন একজন-
i. প্রতিভাবান শাসক
ii. শ্রেষ্ঠ সেনাপতি
iii. সাহিত্যিক
চারিত্রিক গুণাবলির দিক থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির লোক ছিলেন-
i. কাসিম
ii. আমীন
iii. মামুন