উল্লিখিত উপদ্বীপটির আয়তন-
i. আয়তন ১০,২৭,০০০ বর্গমাইল
ii. দৈর্ঘ্য ১৫০০ মাইল
iii. প্রস্থ ৬০০ মাইল
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকের মতো উক্ত প্রাণী ব্যবহারের ফলে-
i. গ্রামের কৃষি করা সহজ হয়
ii. মালামাল বহন করা সহজ হয়
iii. ব্যবসায় বাণিজ্যের উন্নতি করা সহজ হয়
সোনালি হরফে লিপিবদ্ধ সাত কবিতার রচয়িতা হলেন-
i. ইমরুল কায়েস
ii. আমর ইবন-কুলসুম
iii. উমর (রা)
উক্ত সভ্যতার বিকাশের ফলে পৃথিবীর যে ক্ষেত্রগুলো বিশেষভাবে উন্নত হয়, তাহলো-
i. আইন
ii. স্থাপত্য
iii. ভাষা
উত্ত শিল্পটির বৈশিষ্ট্য হলো-
i. ব্যাপকতা
ii. বৈচিত্র্য
iii. ধর্মীয় ভাবধারা
উদ্দীপকের মতো উক্ত সভ্যতার বাঁধ নির্মাণের ফলে-
i. বন্যার হাত থেকে শস্যক্ষেত রক্ষা পেয়েছিল
ii. অনাবৃষ্টির সময় ভূমিতে জলসেচের ব্যবস্থা হতো
iii. মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছিল
মি. 'ক' উক্ত সভ্যতার জ্ঞান কাজে লাগিয়ে-
i. কৃষির উন্নতি সাধন করেন
ii. বিপর্যয় থেকে শহরকে রক্ষা করেন
iii. নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করেন
মুয়াবিয়া ছিলেন-
i. একজন শ্রেষ্ঠ বক্তা
ii. বিনয় স্বভাবের লোক
iii. মার্জিত বুচি এবং শ্রেষ্ঠ স্বভাবের লোক
কারবালার যুদ্ধের ফলে-
i. শিয়া-সুন্নি দ্বন্দ্ব দেখা দেয়
ii. সমগ্রদেশে বিদ্রোহ সৃষ্টি হয়
iii. পারস্যে জাতীয়তাবাদের পুনরুত্থান ঘটে
উমর-বিন-আব্দুল আজিজ (রা.) -এর শাসননীতির বৈশিষ্ট্য ছিল-
i. রাজ্যবিস্তার নয় রাজ্য শাসন
ii. খোলাফায়ে রাশেদীনের অনুসরণ
iii. জয়গির প্রথা প্রচলন