দক্ষিণ আরব গঠিত-
i. হাজরামাউত
ii. ইয়েমেন
iii. ওমান
নিচের কোনটি সঠিক?
যার জন্য দক্ষিণ আরব বিখ্যাত-
1. খনিজ সম্পদ
ii. ব্যবসায় বাণিজ্য
iii. কৃষিকাজ
রৌদ্রদগ্ধ মরুময় আরবভূমির যে কারণে কৃষি উৎপাদন সহজ ছিল না-
i. উষ্ণতা
ii. আর্দ্রতা
iii. শুষ্কতা
তায়েফে প্রচুর পরিমাণে উৎপন্ন হতো-
i. আঙুর
ii. কলা
iii. মধু
তায়েফে তৈরি হতো উৎকৃষ্টমানের-
i. খেজুরের গুড়
ii. গোলাপ ফুলের আতর
iii. মদ
বাণিজ্যিক দিক দিয়ে মদিনা ছিল-
i. গুরুত্বপূর্ণ
ii. স্বাস্থ্যকর নগরী
iii. অভাবগ্রস্ত
যে কারণে আরব দেশে সকল প্রকার শস্য উৎপাদন সম্ভব ছিল না-
i. শুষ্ক আবহাওয়া
ii. নাতিশীতোষ্ণ জলবায়ু
iii. জমিতে লবণাক্ততা
মদিনায় রাসুলুল্লাহ (সা.) মসজিদের ছাদ যা দ্বারা নির্মাণ করেছিলেন-
i. পাথর ও সিমেন্ট
ii. খেজুর গাছের কান্ড
iii. খেজুর গাছের পাতা
খেজুর উৎপাদনের প্রধান কেন্দ্র ছিল-
i. হেজাজ
ii. নাজরান
iii. হাজরামাউত
আরবে খনিজ সম্পদের মধ্যে অন্যতম-
i. সোনা
ii. হীরা
iii. তৈল
আরবের গৃহপালিত জন্তুর মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. উট
ii. ঘোড়া
iii. দুম্বা
আরবে বন্যপ্রাণীর মধ্যে উল্লেখযোগ্য ছিল-
i. চিতাবাঘ
ii. প্যান্থার
iii. হায়েনা
উট দিয়ে করা হতো-
i. মেয়েদের বিয়ের যৌতুক প্রদান
ii. ক্ষমতার আদান-প্রদান
iii. যুদ্ধবিগ্রহে রক্তপাতের মূল্য পরিশোধ
উটের ক্ষেত্রে প্রযোজ্য-
i. উটের চামড়া দিয়ে তাঁবু
ii. পশম দিয়ে পোশাক
iii. মল জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো
উট পানি পান না করে অনায়াসে চলাফেরা করতে পারে-
i. শীতকালে ২৫ দিন
ii. গ্রীষ্মকালে ২৫ দিন
iii. বর্ষাকালে ২০ দিন
ঐতিহাসিকগণ আরবের অধিবাসীদের বিভক্ত করেছেন-
i. বায়িদা
ii. আবিরা
iii. মুস্তারিবা
বায়িদা জাতির বংশধর ছিল-
i. আদ
iii. সামুদ
বায়িদা জাতির ক্ষেত্রে প্রযোজ্য-
i. তারা অত্যন্ত পরাক্রমশালী যোদ্ধা ছিল
ii. তারা অত্যাচার ও লুঠপাট করে জীবিকা নির্বাহ করত
iii. তারা প্রকৃত আরবের আদি অধিবাসী ছিল
প্রাচীন বায়িদাগুলো বিলুপ্ত হয়ে যায়-
i. বসন্তে আক্রান্ত হয়ে
ii. প্রাকৃতিক দুর্যোগে
iii. বিভিন্ন জাতির অভ্যুত্থানে
ইয়েমেনের শাসনকর্তা কাহতানের পুত্র ছিলেন-
i. জাহরাম
ii. হাপীর
iii. ইয়ারব
ইয়ারব ছিলেন-
i. ইতিহাসবেত্তা
ii. বিখ্যাত যোদ্ধা
iii. নির্মাতা
উত্তর আরব গোত্রগুলো ইতিহাসে পরিচিত ছিল-
i. যাযাবর
ii. বেদুইন
iii. মুদারী
দক্ষিণ আরবের লোকেরা যে ভাষা ব্যবহার করে উন্নত নাগরিক 'সভ্যতার পরিচয় দেয়-
i. আরবি ভাষা
ii. প্রাচীন সেমিটিক ভাষা সাবেয়ি
iii. হিমায়ারি ভাষা
দক্ষিণ আরবের স্থায়ী জনগণ জীবিকা নির্বাহ করত -
i. কৃষিকাজ
ii. পশুপালন
iii. ব্যবসায় বাণিজ্য
দক্ষিণ আরবের স্থায়ী জনগণ মরুবাসী বেদুইনদের চেয়ে পরিচিত ছিলেন
i. বুচিসম্পন্ন
ii. মার্জিত
iii. উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যন্ত
মরুবাসী আরবদের অধিকাংশ ছিল-
i. স্থলদস্য
ii. যাযাবর
iii. বেদুইন
প্রকৃতিগতভাবে মরুবাসী আরবেরা ছিল-
i. স্বাধীনচেতা
ii. বেপরোয়া
iii. দুরন্ত স্বভাবের
গোত্রপতি বা শেখ নির্বাচিত হতো-
i. বয়সবিচক্ষণতা
ii. জ্ঞানবুদ্ধি
iii. সাহস ও বীরত্ব
বেদুইনদের সমাজব্যবস্থা পর্যালোচনা করলে দেখা যায় যে, তারা ছিল-
i. লুঠতরাজ
ii. পরদ্রব্য অপহরণ
iii. যুদ্ধবিগ্রহে লিপ্ত
বেদুইনদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. স্বার্থপরতা
ii. গোত্রপ্রীতি
iii. ব্যক্তিস্বাতন্ত্র্য
বেদুইনদের গর্বের বস্তু ছিল-
i. পূর্বপুরুষের আভিজাত্য ও বীরত্ব
ii. কবিতা ও বাগ্মিতা
iii. আরবি অশ্ব ও তরবারি
বেদুইন যেসব জঘন্যতম অপরাধে লিপ্ত থাকত তা হলো-
i. মদ্যপান
ii. কন্যাসন্তান হত্যা
iii. গণতন্ত্রপ্রীতি
বেদুইন সমাজে চালু ছিল-
i. কুসীদ প্রথা
ii. দাসপ্রথা
iii. বহুবিবাহ প্রথা
আরবভূমির বিচিত্র আবহাওয়া ও ভৌগোলিক পরিবেশ অধিবাসীদের যার ওপর গভীর প্রভাব বিস্তার করে তা হলো-
i. দেহ
ii. মন
iii. চরিত্র
মরুভূমির প্রখর উত্তাপ ও রুক্ষ পরিবেশ মরুবাসীর চরিত্রে স্থায়ীরূপ লাভ করে-
i. মমত্ববোধ
ii. বর্বরতা
iii. নৃশংসতা
মরুভূমির যেটি তাদেরকে সংগ্রামী করে তোলে-
i. সাইমুম ঝড়
ii. উন্মত্ত লু হাওয়া
iii. রুক্ষ পর্বতমালা
আরবদের সমাজব্যবস্থার প্রতিচ্ছবি ছিল-
i. যুদ্ধবিগ্রহ
ii. খুনখারাবি
iii. শান্তপ্রিয়
আরবের আদি গোত্রে নারী ও কন্যাসন্তানের প্রতি বিরূপ মনোভাব পোষণ করার কারণ ছিল-
i. গোত্রের সম্মান সংরক্ষণ
ii. গোত্রের আধিপত্য প্রতিষ্ঠা
iii. অভাবের তাড়না নিরসন
মরুবাসী বেদুইনদের মূলত গোত্রপ্রীতি থেকেই জন্ম নেয় -
i. মনুষ্যত্ববোধ
ii. আত্মসংযম
iii. স্বাধীনতা
যেসব কারণে মরুবাসী আরবরা সবসময় বৈদেশিক আক্রমণ থেকে নিরাপদ থেকেছে-
i. প্রাকৃতিক সম্পদের অভাব
ii. খাদ্য ও পানীয় জলের দুষ্প্রাপ্যতা
iii. রাস্তাঘাটের অভাব
জাহিলিয়া শব্দের অর্থ-
i. তমসা
iii. কুসংস্কার
আইয়ামে জাহিলিয়া বলতে সেই সমাজকে বোঝানো হয়েছে যে সময়ে আরব সমাজ ছিল-
i. অন্যায় অবিচার
ii. শান্তিশৃঙ্খলা ও নিয়মশৃঙ্খলা
iii. ব্যভিচারে লিপ্ত
পথভ্রষ্ট মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য আগমন ঘটেছিল-
i. মুমিন বান্দাদের
ii. নবির
iii. রাসুলের
যে রাজ্য উন্নত সভ্যতার বিকাশ ঘটেছিল-
i. মিনাইয়ান
ii. সাকিয়ান
iii. ইমাইয়ারী
অজ্ঞতা শুধুমাত্র উত্তর আরবের যে অঞ্চলে সীমাবদ্ধ ছিল-
i. হিমাইয়ারী রাজ্যে
ii. হেজাজ প্রদেশে
iii. নজফ ও নুফুদ অঞ্চলে
জাহিলিয়া যুগে আরবদের রাজনৈতিক জীবনব্যবস্থা ছিল-
i. খুবই শোচনীয়
ii. সমৃদ্ধিশালী
iii. নৈরাশ্যজনক
বেদুইনদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল-
i. তারা বিপদগ্রস্ত ভাইয়ের পাশে দাঁড়ানো কর্তব্য বলে মনে করত
ii. নিজ গোত্রের জন্য জীবন দিতে সদা প্রস্তুত থাকত
iii. নিজ গোত্রের প্রধান হওয়ার জন্য যা খুশি তাই করত
যেটি বিচার করে 'শেখ' নির্বাচন করত-
i. সাহস ও বিচারবুদ্ধি
ii. বয়স ও আর্থিক অবস্থা
iii. পদমর্যাদা ও অভিজ্ঞতা
প্রাচীন যুগে আরব গোত্রগুলোর মধ্যে যেসব যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়েছিল-
i. বুয়াসের যুদ্ধ
ii. হবর আল-ফুজ্জার যুদ্ধ
iii. বাসূসের যুদ্ধ
পৌর সমিতির মূল কাজ ছিল-
i. তীর্থযাত্রীদের আহার ও বাসস্থানের ব্যবস্থা করা
ii. দর্শনীয় স্থানসমূহের পথ পরিষ্কার করা
iii. খাদ্যবস্তু ও ওষুধসহ সুচিকিৎসার ব্যবস্থা করা