একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য π; তাদের মধ্যে পথ পার্থক্য কত?
যদি বর্তনীর 'A' কোষটিকে 'B' কোষের সাথে বিপৱতিক্রমে সংযোগ দেয়া হয় তাহলে কোন বক্তব্যটি সঠিক হবে?
বর্তনীর মোট তড়িচ্চালক বল—
1.8Ω রোধের একটি অ্যামিটার 2A তড়িৎ প্রবাহ গ্রহণ করতে পারে। 20A তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের শান্ট ব্যবহার করতে হবে?
তরঙ্গমুখের বৈশিষ্ট্য হলো—
i. তরঙ্গমুখের প্রতিটি কণা একই দশায় থাকে
ii. তরামুখের সাথে অডিও অভিলম্ব আলোক রশ্মির দিক নির্দেশ করে
iii. নির্দিষ্ট তরঙ্গের তরঙ্গমুখ সর্বদা সমান্তরাল হবে
নিচের কোনটি সঠিক?
এনট্রপির বেলায় প্রযোজ্য—
i. এর কোনো পরম মান নেই
ii. প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন
iii. অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে
( 101001)2 এর ডেসিমেল মান কত?
স্থির চাপে একটি গ্যাসে তাপ প্রয়োগ করায় এর—
i. তাপমাত্রা বেড়ে যাবে
ii. বহিছে কাজ সম্পন্ন হবে
iii. আয়তন বেড়ে যাবে
উপরোল্লিখিত উদ্দীপকের ক্ষেত্রে-
i. A ও B গোলকের পৃষ্ঠে তড়িৎ বিতদের মান সমান ।
ii. A ও B গোলকের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্যের মান সমান
iii. A ও B গোলফের পৃষ্ঠের আধান ঘনত্ব সমান
γ=53 এর জন্য কোনটি সঠিক?
△Q ধনাত্মক হয় যখন-
i. সিস্টেমের অন্তঃস্থশক্তি বৃদ্ধি পায়
ii. সিস্টেমে তাপ সরবরাহ করা হয়
iii. সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়
যদি বায়ুপূর্ণ একটি বেলুন ফেটে যায়, প্রক্রিয়াটিতে-
i. কাজ সম্পন্ন হয়েছে
ii. অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা কমে গেছে
iii. এনট্রপির পরিবর্তন হয়েছে
তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ হলো-
i. dW=TdS-dU
ii. dU=TdS-pdV
iii. dW=TdS-CVdT
কুলম্বের সূত্র
i. কেবল বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য
ii. গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য
iii. মাধ্যমের উপর নির্ভর করে
সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে। দূরত্বে (r > R) তড়িৎ প্রাবল্য হলো-
একটি তড়িৎ দ্বিমেরুর বিভব-
i. দ্বিমেরুর অক্ষ থেকে দুরত্বের বর্গের ব্যস্তানুপাতিক
ii. দ্বিমেরুর অক্ষ থেকে দূরত্বের ঘনের ব্যস্তানুপাতিক
iii. শূন্য, ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে
সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে-
i. প্রত্যেক পাতের ক্ষেত্রফলের ওপর
ii. পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ওপর
iii. পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের ঘনত্বের ওপর
নিচের কোনটি সঠিক?'
একটি ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য 150 V। ধারকে সঞ্চিত শক্তি-14.9 × 10-7J। ধারকের ধারকত্ব কত?
কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা হলো-
i. এর দ্বারা চৌম্বক বল নির্ণয় করা যায় না।
ii. অনিয়মিত আকৃতির বস্তুর জন্য প্রযোজ্য নয়
iii. বস্তুদ্বয়ের দূরত্বের তুলনায় এদের আকার ক্ষুদ্র হতে হবে
একটি তারকে টেনে লম্বা করলে-
ⅰ, আপেক্ষিক রোধ বৃদ্ধি পায়
ii. রোধ বৃদ্ধি পায়
iii. রোধ হ্রাস পায়