তড়িৎ দ্বিমেরু ভ্রামক
i. একটি ভেক্টর রাশি
ii. এর একক Cm²
iii. দিক ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে
নিচের কোনটি সঠিক?
কোনো পরিবাহীর ধারকত্ব নির্ভর করে এর-
i. আকারের উপর
ii. মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের ওপর
iii. তাপমাত্রার উপর
একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল 2m2 । এর মাঝে 1mm পুরু বায়ুস্তর থাকলে ধারকত্ব হবে-
বায়ুতে একটি সমান্তরাল পাতধারকের প্রতি পাতে চার্জের তলমাত্রিক ঘনত্ব 8.854 × 10-12Cm-2 । ধারকের অভ্যন্তরে K = 5 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত পদার্থ প্রবেশ করানো হলে তড়িৎ প্রাবল্য হবে-
একটি সমান্তরাল পাতধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 0.04m2 পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.002m এবং বিভব পার্থক্য 60V । ধারকের একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি কত জুল?
ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করলে ধারকত্ব-
i. বৃদ্ধি পাবে
ii. হ্রাস পাবে
iii. অপরিবর্তিত থাকবে
উল্লিখিত উদ্দীপকের ক্ষেত্রে-
i. বিন্দুতে বিভব 12π∈∘d
ii. O বিন্দুতে প্রাবল্য শূন্য
iii. A বিন্দুতে বিভব q2π∈∘d
ধারকের সঞ্চিত শক্তি নির্ভর করে ধারকের-
i. ধারকত্বের ওপর
ii. চার্জের ওপর
iii. বিভব পার্থক্যের ওপর
একটি আহিত ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ হলো-
i. U=12QV2
ii. U=12CV2
iii. U-=12Q2C
পরিবর্তনশীল ধারক-
i. এর ধারকত্ব প্রয়োজনমত হ্রাস-বৃদ্ধি করা যায়।
ii. এর বিভব 20 kV পর্যন্ত হতে পারে
iii. কতকগুলো পরস্পর সংযুক্ত অর্ধ-বৃত্তাকার সমান্তরাল পাত স্থির অবস্থায় থাকে
∮E.dS=q∈∘ এটি-
৮ ব্যাসার্ধের গোলকীয় তলের কেন্দ্রে q=8.854 × 10-8C চার্জ রাখা আছে। উক্ত তল থেকে নিঃসৃত তড়িৎ ফ্লাক্সের মান
তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করা যায়-
i. কুলম্বের সূত্র থেকে
ii. অ্যাম্পিয়ারের সূত্র থেকে
iii. গাউসের সূত্র থেকে
চিত্র হতে-
i. B বিন্দুর প্রাবল্য শূন্য
ii. O ও A বিন্দুর বিভব সমান
iii. A বিন্দুর প্রাবল্য 3.6 × 1014 NC-1
উদ্দীপক অনুসারে-
i. P বিন্দুতে বিভব Q বিন্দুতে বিভবের চেয়ে বেশি
ii. P ও Q বিন্দুর প্রাবল্য শূন্য
iii. ছোট গোলকের ধারকত্ব, বড় গোলকের ধারকত্বের চেয়ে বেশি
গোলকটিতে 5 × 10-12 C চার্জ প্রদান করা হলে এর বিভব কত হবে?
ধারকটির ধারকত্ব বৃদ্ধির জন্য পাত দুটিকে-
i. দূরে সরাতে হবে
ii. কাছাকাছি আনতে হবে
iii. বড় করতে হবে
বর্তনীটির C1 ধারককে C2 ও C3 এর সহিত সমান্তরালে সংযুক্ত করলে সঞ্চিত মান পূর্বের মানের কত গুণ হবে?