A+BB+A→→ এর মান –
i. AB+A¯ B¯¯ii. A⊕Biii. A+B
নিচের কোনটি সঠিক?
সমোচ্চ প্রসারণের ক্ষেত্রে –
i. অভ্যন্তরীণ শক্তি স্থির থাকে
ii. ইহা দ্রুত প্রক্রিয়া
iii. পাত্রের উপাদান সুপরিবাহী
সমবিভর তলের বৈশিষ্ট্য হলো—
i. দুটি সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করে না।
ii. সমবিস্তর তলে আধানগুলো গতিশীল থাকে।
iii. সমবিভব তলকে তড়িৎ বল রেখাগুলো সমকোণে ছেদ করে।
তড়িৎ বর্তনী সংক্রান্ত কয়ারশেফের সূত্রগুলোর মধ্যে –
i. ১ম সূত্রটি চার্জের সংরক্ষণ নীতি প্রকাশ করে
ii. ২য় সূত্রটি বিদ্যুৎ শক্তির সংরক্ষণ নীতি প্রকাশ করে
iii. ২য় সূত্রটি চার্জের সংরক্ষণ নীতি প্রকাশ করে।
পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1273.16 কে বলা হয়-
কোনো স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে পানির ত্রৈধ বিন্দুতে গ্যাসের চাপ 2.5×104 Nm-2 এবং একটি তরলে গ্যাসের চাপ 4×104Nm-2 প্রদর্শন করলে তরলের তাপমাত্রা কত?
একটি পদার্থের তাপমিতিক ধর্ম-
ⅰ. চাপের সমানুপাতিক
ii. আয়তনের সমানুপাতিক
iii. তাপমাত্রার সমানুপাতিক
তাপ ও তাপমাত্রার সম্পর্কে বলা হয়-
i. তাপমাত্রা তাপ প্রবাহের দিক নির্দেশ করে
ii. তাপমাত্রা কারণ; তাপ এর ফল
iii. দুটি বস্তুর মধ্যে তাপীয় সমতা নির্ধারণ করে- তাপমাত্রা
20ms-1 বেগ প্রাপ্ত একটি সীসার বুলেট কোথাও থামিয়ে দেয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে পরিণত হলো। বুলেটের তাপমাত্রা সর্বোচ্চ কত বৃদ্ধি পাবে?
1.0 × 105 Nm-2 স্থির চাপে কোনো আদর্শ গ্যাসের আয়তন 0.04 m3 থেকে প্রসারিত হয়ে 0.05 m3 হলো। বহিঃস্থ কাজের পরিমাণ কত?
আপেক্ষিক তাপ বিশিষ্ট একটি বস্তুর সমস্ত গতিশক্তি তাপশক্তিতে পরিণত হওয়ায় তার তাপমাত্রার পার্থক্য হয় △θ। বস্তুটির গতিবেগ কত ছিল?
আয়তন অপরিবর্তিত রেখে কোনো গ্যাস যদি কিছু তাপ প্রয়োগ করা হয়, তাহলে ঐ গ্যাসের ক্ষেত্রে-
i. চাপ বৃদ্ধি পায়
ii. গতিশক্তি বৃদ্ধি পায়
iii. তাপমাত্রা বৃদ্ধি পায়