π2 দশা পার্থক্যের সদৃশ দুটি তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। তরঙ্গ দুটির উভয়ের বিস্তার 1m হলে উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তার কত?
চিত্রে একটি সুষম তড়িৎক্ষেত্র-
তড়িৎক্ষেত্রের ZX তলে স্থাপিত 40m2 ক্ষেত্রফল বিশিষ্ট তলে তড়িৎ ফ্লাক্স কত?
পরিবেশের সাথে শক্তি বিনিময় করতে পারে -
i. বিচ্ছিন্ন সিস্টেম
ii. উন্মুক্ত সিস্টেম
iii. বদ্ধ সিস্টেম
নিচের কোনটি সঠিক?
আপেক্ষিক তত্ত্বীয় হিসাবে একটি ফোটনের রৈখিক ভরবেগ হলো-
i. P = EC
ii. P = hλ
iii. P = hfC
এন্ট্রপি সম্পর্কে বলা যায়—
i. পরম মান নির্ণয় করা যায় না
ii. পরিবর্তন ধনাত্মক হতে পারে
iii. পরিবর্তন ঋণাত্মক হতে পারে
নিচের কোনট সঠিক?
একটি পদার্থের আপেক্ষিক রোধ 1.8×10-8Ωm । 3mm ব্যাসের কত দৈর্ঘ্যের ভারের রোধ 12Ω হবে?
A ও B দুটি মৌলের সংখ্যা পরমানু সংখ্যা বনাম সময় লেখচিত্র নিম্নরূপ :
i.A মৌলটির তেজলিতো বেশিii. B মৌলটির অর্ধায়ু কম iii. B মৌলটির ক্ষয় হতে অধিক সময় লাগে
চিত্রে ABC ত্রিভুজের AB = AC = 2BD = 2CD এবং qD = +2c ও qc =+4c । A ও D বিন্দুর বিভব যথাক্রমে VA এবং VD
263 সংখ্যাটি হতে পারে—
i. অকটাল
ii. হেক্সাডেসিমেল
iii. ডেসিমেল
নিচের কোনটি সঠিক ?
চিত্র অনুযায়ী সমবিভব বিন্দুগুলো হলো—
A1327I + H24e→X+no1 বিক্রিয়ায় X মৌল নিচের কোনটি?
উদ্দীপকের লজিক বর্তনীর আউটপুট কোনটি ?
ইয়ং এর দ্বি-চিড় পরীক্ষা বাহুতে করার পর পানিতে নিমজ্জিত করে এবং আলোক রশ্মি পরিবর্তন করে পুনরায় করা হলো। এক্ষেত্রে ডোরা গ্রন্থ –
i. বাড়তে পারে
ii. কমতে পারে
iii. অপরিবর্তিত থাকতে পারে
চিত্রে ab লেখচিত্রটি নির্দেশ করে—
কোনো তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক পরমাণুর সংখ্যা No । কত সময় পর N সংখ্যক পরমাণু অবশিষ্ট থাকবে?
তড়িৎচৌম্বক তরঙ্গ প্রবাহের দিক—
i. পয়েন্টিং ডেক্টরের দিকে
ii. E→×B → এর দিকে
iii. E →ও B → উভয়ের সাথে লম্ব বরাবর
রঞ্জন রশ্মি –
i. ফটো তড়িৎ ক্রিয়া সৃষ্টি করতে পারে
ii. গ্যাসকে আয়নিত করার ক্ষমতা রাখে
iii. তরঙ্গ ধর্মী