যুক্তিবিদ্যায় ব্যবহার নেই এমন প্রতীক-
i. ⊥
ii. ≅
iii. ∥
নিচের কোনটি সঠিক?
যুক্তির বৈধতা নির্ভর করে-
i. আশ্রয়বাক্যের সত্যতার ওপর
ii. আশ্রয়বাক্যের মিথ্যাত্বের ওপর
iii. বিধিসম্মতভাবে আশ্রয়বাক্যে থেকে সিদ্ধান্ত নিঃসৃত হওয়ার ওপর
সত্যসারণিতে আটটি সারি থাকলে ১ম স্তম্ভে সত্য-মিথ্যা কীরূপ হবে?
i. পর পর একটি সত্য, একটি মিথ্যা হবে
ii. পর পর দুইটি সত্য, দুইটি মিথ্যা হবে
iii. পর পর চারটি সত্য, চারটি মিথ্যা হবে
'যুক্তিবিদ্যা' কী?
i. বৈধ-অবৈধ যুক্তির পার্থক্য
ii. সত্যকে অর্জন মিথ্যাকে বর্জন
iii. ভালো-মন্দ, ন্যায়-অন্যায় উচিত অনুচিতের আলোচনা
নন্দনতত্ত্বের মৌলিক বিষয় হলো-
i. আধুনিকতা
ii. সৌন্দর্যবিদ্যা
iii. ললিত কলা
নীতিবিদ্যা হলো-
i. আদর্শনিষ্ঠ বিজ্ঞান
ii. আচরণনিষ্ঠ বিজ্ঞান
iii. বস্তুনিষ্ঠ বিজ্ঞান
যুক্তিবিদ্যা মানুষের বোধশক্তির ক্রিয়া সম্বন্ধে আলোচনা করে। কারণ-
i. সত্যকে আবিষ্কার করার জন্য
ii. সত্যকে অনুসরণ করার জন্য
iii. সবাইকে যুক্তিবাদী করার জন্য
অনেক জটিল বিষয়কে সরল এবং দুর্বোধ্য বিষয়কে বোধগম্য করতে সাহায্য করে
i. মনোবিজ্ঞান
ii. যুক্তিচিন্তা
iii. কম্পিউটার বিজ্ঞান
যুক্তিবিদ্যার বিষয়বস্তু হচ্ছে-
i. যৌক্তিক চিন্তা
ii. যৌক্তিক চিন্তার প্রকাশ
iii. কতকগুলো প্রয়োজনীয় আনুষঙ্গিক প্রক্রিয়া
সমুদ্রের উত্তালতার সাথে প্রতীকের সাদৃশ্য রয়েছে-
i. কথিত নির্দেশ
ii. সচেতনতা সৃষ্টি
iii. অর্থ নির্দেশিত
শিক্ষা দর্শন অনুযায়ী শিক্ষা হলো-
i. মানবিক বিকাশ
ii. ব্যক্তিত্বের বিকাশ
iii. দিকনির্দেশনা
মানুষের বাস্তব জীবন হলো-
i. শান্তিময়
ii. ব্যবহারিক
iii. প্রায়োগিক
নন্দনতত্ত্বের আলোচ্য বিষয়-
i. ভাষার সৌন্দর্য
ii. জ্ঞানের সৌন্দর্য
iii. চিন্তার সৌন্দর্য
কার্যকারণ তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত-
i. ভাববাদী দর্শন
ii. অস্তিত্ববাদী দর্শন
iii. শিক্ষা মনোবিজ্ঞান
যুক্তিবিদ্যা পাঠ করে যা জানতে পারি-
i. বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য করতে পারি
ii. বৈধ ও অবৈধ যুক্তির সত্যতা প্রমাণ করতে পারি না
iii. যুক্তিবিদ্যা অবৈধ যুক্তিকে সত্য বলে প্রমাণ করার যুক্তি শিক্ষা দেয়।
নীতিবিদ্যা ও যুক্তিবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
i. বস্তুনিষ্ঠ
ii. আদর্শনিষ্ঠ
iii. ক ও খ উভয়ই