একটি বন্ড অবহারে বিক্রয় হওয়ার কারণ হতে পারে-
i. বাজারে সুদের হারের পরিবর্তন
ii. ফার্মের ঝুঁকির পরিবর্তন
iii. দেশের অর্থনৈতিক মন্দা
নিচের কোনটি সঠিক?
ব্যক্তিগত উপস্থাপন পদ্ধতিতে কোম্পানি কার নিকট শেয়ার বিক্রির প্রস্তাব দেয়-
i. বিনিয়োগ কোম্পানির কাছে
ii. বিভিন্ন ব্যাংকের কাছে
iii. সাধারণ জনগণের কাছে
যদি কুপন সুদের হার ও প্রত্যাশিত আয়ের হার সমান হয় এবং একটি বন্ড অভিহিত মূল্যে বিক্রয় ও অধিহারে পরিশোধ করা হয় তা হলো-
i. বন্ডটির অন্তর্নিহিত মূল্য অভিহিত মূল্যের বেশি হবে
ii. মেয়াদপূর্তিতে আয়ের হার কুপন সুদের হারের থেকে বেশি হবে
iii. চলতি আয়ের হার কুপন সুদের হারের সমান হবে
ব্যবসায়ে দীর্ঘমেয়াদি মূলধন ব্যবহার করা হয়-
i. আসবাবপত্র ক্রয়ে
ii. দালানকোঠা ক্রয়ে
iii. স্থায়ী সম্পদ ক্রয়ে
বাংলাদেশে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ হলো-
i. বিনিয়োগকারী
ii. কোম্পানি
iii. সরকার
দীর্ঘমেয়াদি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস হলো-
i. ঋণপত্র
ii. সংরক্ষিত আয়
iii. অবচয় তহবিল
দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের হাতিয়ার হলো-
ii. প্রদেয় বিল
iii. শেয়ার
ঝুঁকির উৎসগুলো হলো-
i. অর্থনৈতিক অনিশ্চয়তা
ii. প্রাকৃতিক অনিশ্চয়তা
iii. মানবীয় অনিশ্চয়তা
বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে পড়ে-
i. ব্যবসায়িক ঝুঁকি
ii. খাটি ঝুঁকি
iii. আর্থিক ঝুঁকি