পোশাক শিল্পের নারী কর্মীরা প্রায় সবাই-
i. গ্রামীণ পরিবারের
ii. দরিদ্র
iii. কম পারিশ্রমিকে কাজ করে
নিচের কোনটি সঠিক?
শ্রম শক্তিতে পোশাক শিল্পে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে থাকে নারীর-
i. অধিক মনোযোগ
ii. একাগ্রতা
iii. উদ্যমী ভূমিকা
বাংলাদেশে তৈরি পোশাক শিল্প উন্নয়নের কারণ-
i. সস্তা শ্রমশক্তি
ii. বিশ্ববাজারে চাহিদা
iii. কাঁচামালের সহজলভ্যতা
পোশাক শিল্পে নারী শ্রমিকেরা প্রধান চালিকাশক্তি। এর কারণ হচ্ছে -
i. স্বল্প মজুরি প্রদান
ii. সহজপ্রাপ্যতা
iii. শ্রমিক অসন্তোষ কম
শিল্পের সাথে উন্নয়নের যেসব বিষয় জড়িত -
i. দারিদ্র্যতা দূরীকরণ
ii. প্রযুক্তিগত উন্নয়ন
iii . শক্তি এবং পরিবেশ
টেকসই উন্নয়ন হচ্ছে -
i. শিল্পের উন্নয়ন
ii. প্রযুক্তির উন্নয়ন
iii. উন্নয়নের গতিশীলতা
আর্থিক অবস্থার উন্নতি বলতে বোঝায় একটি দেশের -
i. জাতীয় আয়
ii. মাথাপিছু আয়
iii. উৎপাদন ক্ষমতা
শিল্প দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে থাকে-
i. জাতীয় আয় বৃদ্ধি করে
ii. অভ্যন্তরীণ সঞ্চয় বৃদ্ধি করে
iii. অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে
শিল্প স্থাপনের ফলে দেশের উন্নয়নের গতিধারা সুরক্ষা হয়। ফলে দেশের মানুষের -
i. মাথাপিছু আয় বৃদ্ধি পায়
ii. জীবনযাত্রা ব্যাহত হয়
iii. জীবনযাত্রার মান উন্নয়ন হয়
চাহিদামত পণ্য যোগান দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে -
i. সঠিক ব্যবস্থাপনা
ii. রাজনৈতিক স্থিতিবস্থা
iii. উন্নত কাঁচামাল
দেশকে শিল্পসমৃদ্ধ রাষ্ট্রে রূপ দেওয়ার জন্য একান্ত প্রয়োজন-
i. সুষ্ঠু ব্যবস্থাপনা
ii. অধিক উৎপাদন
iii. রাজনৈতিক স্থিতিশীলতা
বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে সঠিক —
i. বিনিয়োগের স্বল্পতা
ii. কাঁচামালের স্বল্পতা
উদ্দীপকের শিল্পটি কাঁচামাল প্রাপ্তির কারণে গড়ে উঠেছে।
i. পঞ্চগড়ে
ii. কুষ্টিয়ায়
iii. যশোরে
সাংস্কৃতিক নিয়ামকগুলো হলো-
i. সরকারি পৃষ্ঠপোষকতা
ii. শক্তি সম্পদ
iii. প্রযুক্তিগত জ্ঞান
উদ্দীপকের দেশটিতে যেসব কারণে লৌহ ও ইস্পাত শিল্প উন্নতি লাভ করেছে -
i. স্থানীয় কয়লা
ii. আকরিক লৌহ
iii. পর্যাপ্ত শ্রমিক
উক্ত দেশের গুরুত্বপূর্ণ লোহা-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে সে অঞ্চলে-
i. টেক্সাস
ii. শিকাগো-গ্যারি
iii. পিটস্বার্গ
উদ্দীপকের উল্লিখিত উপসাগরের তীরবর্তী এলাকার লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রগুলো-
i. কোবে'
ii. আমাগাসাকি
iii. সাকাই
দেশটির লৌহ খনিগুলো অবস্থিত।
i. হ্রদ অঞ্চলে
ii. উত্তর-পশ্চিম অঞ্চলে খ
iii. দক্ষিণ-পূর্ব অঞ্চলে