যদি ৬টি চেয়ার ও ৪টি টেবিলের দাম ১৪০০ টাকা এবং ২টি চেয়ার ও ৩টি টেবিলের দাম ৮০০ টাকা হয় তাহলে ১টি টেবিলের দাম কত?
৩% এর ৪% কত?
২টি সংখ্যার অনুপাত হচ্ছে ৫ঃ৪ এবং তাদের পার্থক্য ১০, বড় সংখ্যাটি কত?
ঢাকা স্টক এক্সচেঞ্জে বাটা সু-কোম্পানির শেয়ারের দাম গতকাল ৩০% বেড়েছিল এবং আজ গতকালের তুলনায় ২০% দর পতন ঘটেছে। বাটা শেয়ারের দাম কি হারে বেড়েছে?
একটি কোম্পানির পরিচালক পর্যদে পুরুষের সংখ্যা মহিলাদের চেয়ে ৪ জন বেশি। পরিচালক পর্যদের সদস্যসংখ্যা ১০ হলে পুরুষ সদস্য কত?
পাইকারি দামের ওপর ২০% যোগ করে খুচরা বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। যে দ্রব্যটির পাইকারি মূল্য ছিল ২০০ টাকা এর খুচরা মূল্যের ওপর ১০% হারে বাট্টা দিলে, ক্রেতাকে নীট কত টাকা দাম দিতে হবে?
ক ও খ এর আয়ের অনুপাত ৩ঃ২ এবং তাদের ব্যয়ের অনুপাত ৫ঃ৩। যদি প্রত্যেকে ১০০০ টাকা করে সঞ্চয় করে তাহলে ক-এর মোট আয় কত?
একটি দ্রব্য তার অভিহিত মূল্যের ৭৫% দামে ক্রয় করে ১২০% দামে বিক্রয় করতে পারলে মুনাফার হার কত?
৩/৫ এবং ৯/৮ -এর পার্থক্য কত?
একটি ছাত্র মূল নম্বরকে প্রথমে ২০% কমায় এবং পরে গঠিত নম্বর ২০% বাড়ায়। যদি নির্ণীত নম্বরের মধ্যে পার্থক্য ৮ হয় তাহলে মূল নম্বরটি কত?
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৫ এবং একটি বাহু ১২ হলে তৃতীয় বাহুটি কত?
একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিয়োগের ওপর ৪% বার্ষিক হারে ৩ বছরের সুদ হচ্ছে ২৪০ টাকা। বিনিয়োগের পরিমাণ কত?
তুমি তোমার এক বন্ধুকে এখন ৫০০ টাকা ধার দিলে সে ২ বছর পর তোমাকে ৬০০ টাকা ফেরত দিতে রাজি আছে? তোমার বন্ধুর প্রস্তাবিত সুদের হার হবে :
নিম্নের কোনটি ২ এর ২০%?
২ জন শিক্ষক ও ৪ জন ছাত্রের সমন্বয়ে একটি স্কুল ক্রীড়া কমিটি গঠন করতে হবে। ৫ জন শিক্ষক ও ১০ জন ছাত্রের মধ্য থেকে এরূপ কয়টি কমিটি গঠন করা সম্ভব?
বয়সে কন্যার চেয়ে মাতা ৩ গুণ বড়। ৬ বছর আগে মাতার বয়স কন্যার বয়সের ৫ গুণ ছিল। কন্যার বর্তমান বয়স কত?
একটি বাক্সে ২৫০টি মেশিন পার্টসের ৪% এবং অন্য একটি বাক্সের ৫০টি পার্টসের ১০% ত্রুটিপূর্ণ ছিল। দুটো বাক্সের মেশিন পার্টস একত্র করলে ত্রুটিপূর্ণ পার্টসের শতকরা হার কত?
যদি a+1a=3 হয় a2+1a=? =?
মূল্যায়ন কর: (৩২)-২×(৫৪)০
বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। ৪ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত?