একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হল এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এই দলে কতজন কট আউট হলো?
চার জন বালক নির্দিষ্ট পরিমাণ টাকা ভাগ করে নেয়। প্রথম বালক মোট টাকার ১/৬ অংশ, দ্বিতীয় বালক ১/৪ অংশ এবং তৃতীয় বালক ১/২ অংশ পায়। যদি চতুর্থ বালক৫০টাকা পায় , তাহলে মোট টাকার পরিমাণ কত ছিল?
কোনো ভগ্নাংশের লব ও হরের যোগফল ১৭। যদি লবের সঙ্গে ৩ যোগ করা হয় তবে ভগ্নাংশটির মান হয় ১। ভগ্নাংশটির কত?
হাসানের আয় যাবেদের আয়ের ৬০%বেশি এবং যাবেদের আয় বাবুর আয় থেকে ৪০% কম। হাসানের আয় বাবুর আয়ের কত ভাগ?
শহর B শহর A থেকে ৮ মাইল পূর্বে অবস্থিত, শহর C শহর B থেকে উত্তরে অবস্থিত , শহর D শহর C থেকে ১৬ মাইল পূর্বে অবস্থিত , এবং শহর E শহর D থেকে ১২ মাইল উত্তরে অবস্থিত। শহর A থেকে শহর E এর দূরুত্ব কত?
যদি (x+y) + xy= ১ হয় , তাহলে y=?
যদি একটি সংখ্যার ৩০ শতাংশের ১৫ শতাংশ ১৮ হয় , তবে সংখ্যাটি কত?
তিনটি মৌলিক সংখ্যার গুণফল ১৭২৯ এবং এর মধ্যে দুটির গুণফলের দ্বিগুণ হল ১৮২। তৃতীয় সংখ্যাটি কত?
রহিমের বর্তমান বয়স ২৪ বৎসর তার বড় ভায়ের বর্তমান বয়স ৫৬ বৎসর । কত বৎসর পরে রহিমের বয়স তার বড় ভায়ের বয়সের অর্ধেক হবে?
একটি স্কুলের ৪২ জন ছাত্রের মধ্যে ২০ জন ডিবেটিং ক্লাবের সদস্য ও ২৮ জন নাট্যকলা ক্লাবের সদস্য। কত জন উভয় ক্লাবের সদস্য?
সয়াবিন তৈলের দাম ২৫ শতাংশ বেড়ে গেছে। সয়াবিন তেলের ব্যবহার কত শতাংশ কমালে খরচের কোনো পরির্বতন হবে না?
ছয়টি সংখ্যার গড় হল ৪১। এর মধ্যে ৩টি সংখ্যা হল৩১,৩২,এবং ৪১। বাকী ৩টি সংখ্যার প্রতিটির মান হল ক। ক এর মান কত?
একজন ব্যক্তি ৩৬০ টাকা ধার করল এবং পরবর্তীতে প্রতিটি কিস্তি ৩১.৫০ টাকা করে ১২ টি কিস্তিতে পরিশোধ করল। ঐ ব্যক্তির সুদের হার কত ছিল?
নীচের সংখ্যাগুলির মধ্যে কোনটি ২/৩ থেকে ছোট
একটি পাত্রে ৬০ লিটারের একটি মিশ্রণ রয়েছে যাতে দুধ ও পানির অনুপাত ২:১, এই অনুপাতকে ১:২ করতে হলে কত লিটার পানি মিশাতে হবে?
দুইটি ধারাবাহিক সংখ্যার বর্গের পার্থক ৩৫, সংখ্যা দুটি কত?
নয়ন একটি কাজ ১ ঘন্টায় করতে পারে। একই কাজ আরিফ ২ ঘন্টায় ও সুমন ৩ ঘন্টায় সম্পন্ন তরতে পারে। কাজটি ৩ জনে একত্রে সম্পন্ন করতে লাগবে-
যদি xy=৩ এবং (a-x)b-y=৩ হয় তবে ab এর মান কত?
১৫ জন লোকের বয়সের গড় ২৯ বৎসর। তাদের মধ্যে আবার দুজনের গড় ৫৫ বৎসর। তাহলে বাকি ১৩ জনের বয়সের গড় কত হবে?
যদি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই ১০% হারে বাড়ানো হয় , তবে বাগানটির ক্ষেত্রফল কত হারে বাড়বে?