33 এর 3 ভিত্তিক লগ কত?
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ :৫ । বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ, ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত?
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a , উচ্চতা b এবং অতিভুজ c হলে কোণটি সঠিক?
২৫৩° কোণকে কি কোণ বলে?
(3x)°+3(x)° কত?
(a +b) , a2-b2,a3-b3 এর গ,সা,গু কত?
-4a2+23a+6 এর উৎপাদক কোনটি?
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 42 একক হলে, ঐ বর্গক্ষেত্রের কত বর্গ একক?
26+2=কত?
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
x+1x=4 হলে xx2-3x+1 এর মান কত?
log264 +log28 এর মান কত?
a333= কত?
x2+y2=18এবং xy=7 হলে (x-y)2 এর মান কত?
প্রথম p সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত?
একটি ঘটি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো । বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে৫% লাভ হতো । ঘড়িটির ক্রয়মূল্য কত ?
৬১৪% হার সুদে কত সময়ে ৯৬ টাকার সুদ ১৮ টাকা হবে?
১৬ জন শ্রমিক একটি কাজ ৩ ঘণ্টায় সম্পন্ন করতে পারে। উক্ত কাজটি সম্পন্ন করতে ৫ জন শ্রমিকের কত সময় লাগবে?
ঘণ্টায় y মাইল বেগে x মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে ?
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের ল.সা.গু ২৮০ হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত?
৫ টি সংখ্যার গড় ৪০ । এর সাথে ৩ টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা তিনটির গড় ২২। সমষ্টিগতভাবে ৮ টি সংখ্যার গড় কত?
আখের রসে চিনি ও পনির অনুপাত 3 : 7 হলে, রসে কি পরিমাণ চিনি আছে?
x-3-0.001 =0 হলে x2 এর মান কত?