2p অরবিটালের n, 1 এবং m এর মান হচ্ছে যথাক্রমে -
নিম্নের যৌগগুলোর কোনটির কেন্দ্রীয় পরমাণু অকটেট নিয়ম অনুসরণ করে না?
কোন ইলকট্রনিক স্থানান্তরের ফলে হাইড্রোজেন বর্ণালীর 'বামার' সিরিজের 4th লাইনের সৃষ্টি হয়?
নিম্নের কোনটি জারণ -বিজারণ বিক্রিয়া নয়?
8.0 cm3 Na2CO3 এর দ্রবণকে সম্পূর্ণরুপে প্রশমন করতে 10.0 cm3 1.0 M HCl দ্রবণের প্রয়োজন হয় । Na2CO3 দ্রবণটির ঘনমাত্রা হচ্ছে -
নিম্নের কোন সেটের ধাতুগুলি স্টেইনলেস স্টীলে বিদ্যমান?
নিম্নের কোনটি থেকে একটি ইলেকট্রন অপসারণের জন্যে সবচেয়ে বেশি শক্তি প্রয়োজন?
নিম্নের বিক্রিয়ায় উপাদান 'p' এবং 'Q' কোন সেটে বিদ্যমান ? CH3CH2CH(OH)CH3 →I2OH- P (aq) + Q (s)
C2H5OHজারিত হয়ে 'Z' উৎপন্ন করে যা C2H5OH এর সাথে বিক্রিয়া করে এষ্টার তৈরী করে। Z কি?
গ্রিগনার্ড বিকারকের সাথে CH3OH এর বিক্রিয়ায় কি হয়?
নিম্নের খোলা শিকল যৌগগুলির কোনটিতে সবগুলো বন্ধনই ∂ (সিগমা) ?
RCOR→RCH2R রাসায়নিক পরিবর্তনের জন্য কোন বিকারটি প্রয়োজন?
নিম্নের যৌগগুলোর মধ্যে সবচেয়ে বেশী অম্লীয় হল -
নিম্নর কোনটি জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করে ?
নিম্নের কোনটি ওজনীকরণ ও আর্দ্র বিশ্লেষণের ফলে শুধুমাত্র একটি উৎপাদ দেবে?
নিম্নের কোনটি জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করে?
গ্যাটারম্যান বিক্রিয়ায় উৎপন্ন হয় _______ ও _______ ।
বিজ্ঞানী _______ ইনসুলিন এর গাঠনিক সংকেত নির্ণয় করেন ।
ইভার্ট চিনি হল _______ ও _______ এর মিশ্রন ।
অনার্য সোডিয়াম কার্বনেটকে _______ বলে ।