জ্বালানীর অকটেন নাম্বার বৃদ্ধির জন্য নিম্নের কোনটি মিশানো হয়?
কোনটি এসনসিয়াল অ্যামাইনো এসিড নয়?
নিচের কোনটি জ্যামিতিক সমাণূতা প্রদর্শন করে?
তেজস্ক্রিয় গবেষনায় এবং ক্যান্সার কোস ধ্বংসে কোন গ্যাস ব্যবহার হয়?
প্রকৃতিতে কোন ধাতুটি মুক্ত অবস্থায় পাওয়া যায়?
ফেনল, ক্লোরোফরম ও কস্টিকসোডার দ্রবণের বিশ্লষণ কে উত্তপ্ত করলে প্রধানত কি উৎপন্ন হয়?
4 অ্যামিনো ফেনলকে ইথানয়িক অ্যানহাইড্রাইড দ্বারা অ্যাসিটাইলেশন করলে কি পাওয়া যাবে?
ছুনাপাথর (Limestone) কোন ধরনের শিলা?
কোন দ্রনের pH=6 হলে , ঐ দ্রবণের মোলার ঘনমাত্রা কত?
আধুনিক পর্যায় সারণীতে দীর্ঘ পর্যায়ে মোট কতটি করে মৌল রয়েছে?
নিচের কোনটি অক্সোক্রোম?
একটি যৌগের শতকরা সংযুক্তি হচ্ছে C=40%, H=6.67% এবং 0=53.33%। যৌগটির স্থুল সংকেত কি?
নিচের কোনটি s ব্লক মৌল-
একটি জ্বারানী তেলের নকিং সামর্থ্য 70% আইসো -অকটেন ও 30% n হেপ্টেন মিশ্রনের সমান। জ্বারানী তেলের অকটেন নাম্বার কত?
10 ml 0.1 m অ্যাসিটিক এসিড দ্রবণে 4 ml 0.1 m NaOH দ্রবন যোগ করলে উৎপন্ন দ্রবণের pH কত হবে? pKa=4.46
ওয়াটার গ্যাস থেকে কোন অ্যালকোহল প্রস্তুত করা হয়?
সাধারণ অবস্থায় H পরমাণুর ব্যাসার্ধ হল 0.53A° । একই অবস্থায় Li3+ আয়নের (পারমাণবিক সংখ্যা =3) ব্যাসার্ধ কোনটি?
ইস্পাত হচ্ছে-
তীব্র এসিড ও মৃদ্য ক্ষারের টাইট্রেশন প্রক্রিয়ায় শেষ বিন্দুতে pH ও পরিবর্তনের রেঞ্জ থাকে-(i) 3.1-4.1 (ii) 4.2-6.3 (iii) 3.5-7.0
এস্টার এর কার্যকরী মূলকের সংকেত কোনটি?