একটি পরমাণুর 17 টি প্রোটন ও 20 টি নিউট্রন থাকলে পরমাণুর আইসোটোপটির সংকেত হবে-
একটি পরমাণুর Z = 31 । এর স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হবে -
পটাসিয়াম ডাইক্রোমেট (K2Cr2O7) এ ক্রোমিয়াম (Cr) এর জারণ সংখ্যা হলো -
1.8 গ্রাম পানিতে পরমাণুর মোট সংখ্যা হলে-
নিম্নলিখিত পরিবর্তনগুলোর কোনটি রাসায়নিক ?
কোন নির্দিষ্ট আয়তনের গ্যাসের তাপমাত্রা 0°C । আয়তন পরিবর্তন না করে গ্যাসটিকে উত্তপ্ত করায় তার চাপ চারগুণ বৃ্দ্ধি পেলো। ঐ গ্যাসটির তাপমাত্রা কত বৃদ্ধি পেলো?
নির্দিষ্ট তাপমাত্রায় 65 গ্রাম সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর 13 গ্রাম তলানি পাওয়া যায়। উক্ত তাপমাত্রায় দ্রবীভূত বস্তুটির দ্রাব্যতা কত? গ্রাম প্রতি 100 গ্রাম দ্রাবকে -
40.0 মিলিলিটার 0.05 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণকে প্রশমিত করতে 0.10 মোলার NaOH দ্রবণের যে আয়তন লাগবে তা হচ্ছে -
10-3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের pH হলো -
Na + H2O(1)→NaOH (aq) + 1/2 H2(g) বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেনের আয়তন STP তে 221.4 মিলিলিটার। যত মোল সোডিয়াম বিক্রিয়া করেছে তা হলো -
5% 500 ml NaCl দ্রবণে কতটুকু NaCl লাগবে ?
অ্যালডিহাইড মূলকের সাধারণ সংকেত কোনটি ?
অ্যালডিহাইড এবং কিটোনকে পার্থক্য করার সঠিক বিকারক কোনটি ?
অবস্থান্তর মৌল ও অষ্টতলকিয় যৌগ গঠন করবে কোন হাইব্রিডাইজেশনের মাধ্যমে ?
59 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পর্যায় সারণীতে অবস্থান হলো-
অ্যাসিটিক এসিড দ্রবণের বিয়োজন মাত্রা 12.5% হলে 0.01 মোর অ্যাসিটিক এসিড দ্রবণের pH হবে-
স্টার্চের ক্ষেত্রে নীচের কোনটির সঠিক নয়-
নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক নয়-
ক্রোমোটোগ্রাফিতে অধিশোষক দ্বারা অধিশোষনের ক্রম-
কোন বর্ণের দ্রবণের মাধ্যমে জৈব যৌগে নাইট্রোজেন ও সালফারের উপস্থিতি একত্রে সনাক্ত করা যায়-