একটি জৈব যৌগের প্রতি অণুতে 9টি কার্বন পরমাণু বিদ্যমান এবং ঐ যৌগটির কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেনের পরমাণুর অনুপাত হলাে, C:H:N=3:9:1;-যৌগটির আণবিক সংকেত কোনটি ?
একটি প্রাচীন সভ্যতার নিদর্শন খুঁজতে গিয়ে একটি কাঠের পুতুল পাওয়া গেল। কাঠ নির্মিত পুতুলটির তেজস্ক্রিয়তা মান পরীক্ষা করে 15 Cpm/gm পাওয়া গেল। পুতুলের কাঠটির নতুন অবস্থায় তেজস্ক্রিয়তামান 25 CPm/gm হয়, তবে প্রাচীন সভ্যতার বয়স হবে ?
55°C তাপমাত্রাতে নিম্নবর্ণিত অর্ধ কোষের emf কত হবে? E° for Zn = 0.758 volt ,Zn/ZnC12(009M)
ক্যানিজারো বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত?
কোনটি s-ব্লক মৌলের ধর্ম?
কোন মৌলগুলো প্রশম অক্সাইড উৎপাদন করে?
ভিনেগারে এসিটিক এসিডের ঘনমাত্রা কত?
SATP পদ্ধতিতে এক মোল গ্যাসের আয়তন কত?
HNO2 এ কোন ধরনের রাসায়নিক বন্ধন অনুপস্থিত?
কার্বনের দহন-তাপ কত kj/mol?
2.0 L দ্রবণে 212 g Na2CO3 ধ্রবীভূত করলে দ্রবণের ঘনমাত্রা কত হবে?
ইস্পাৃতের কোন সংকরটি গাড়ির যন্ত্রাংশ ও থাবা-বাসন তৈরিতে ব্যবহৃত হয়?
পর্যায় সারণিতে s-ব্লক মৌলের সংখ্যা কয়টি?
লেড স্টোরেজ ব্যাটারিতে কি ব্যবহৃত হয়?
ধ্রবণের ঘনমাত্রা কত মোলার হলে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র কার্যকর হয়?
মেহেদির রঞ্জক উপাদান কোনটি?
পানিতে BOD এর মান কত হলে দূষণমাত্রা খুব খারাপ ধরা হয়?
টলুইন প্রস্থুতিতে কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়?