P মৌলের পারমাণবিক ভর 31 এবং পারমাণবিক সংখ্যা 15 হলে মৌলটির নিউক্লিয়াসের মধ্যে কয়টি নিউট্রন আছে?
ক্লোরাল ব্যবহৃত হয়-
U238 এবং U235 আইসোটোপ দ্বারা প্রস্তুত UF6 গ্যাসের ব্যাপন হারের জন্য সঠিক ক্রম কোনটি?
কোন মৌলসমূহ পরস্পরের আইসোটোন ?
একই চাপে ও তাপে কোন পাত্রের একই ছিদ্রপথে A ও B নামক দুটি গ্যাসের নিঃসরণ হার যথাক্রমে 0.3 এবং 0.2 । B গ্যাসের ঘনত্ব 14 হলে A গ্যাসের ঘনত্ব কত?
20 mL NaOH দ্রবণকে প্রশমিত করতে 0.5 M H2SO4 এসিডের 20.5 mL প্রয়োজন হয়। দ্রবণটির মোলারিটি কত?
25°C তাপমাত্রায় নিচের কোনটির তড়িৎচালক বল কFe/FeSO4(0.1M)//CuSO4(0.01)/Cu E0Fe/Fe2+=0.44V : E0Cu/CU2+=-0.34Vত?
একটি নির্দিষ্ট তাপমাত্রায় ইথানল ও মিথানলের বাষ্পচাপ যথাক্রমে 6.0 KPa ও 11.8 KPa। ঐ তাপমাত্রায় 60.0 gm ইথানল ও 40. 0 gm মিথানল। দিয়ে একটি আদর্শ দ্রবণ তৈরী করা হলে দ্রবণটির মোট বাষ্পচাপ কত?
একটি উভমুখী বিক্রিয়ার ∆n এর মান 1/2 ; কত কেলভিন তাপমাত্রায় বিক্রিয়াটির Kp ও Kc এর মান যথাক্রমে 40.5 ও 5.5 হবে? [দেয়া আছে R=0.082L atmK-1mol-1]
700 K তাপমাত্রায় ও 20 atm চাপে ইথিলিন, হাইড্রোজেন ও ইথেনের দহন তাপ যথাক্রমে -1410.92 kj, -284kj এবং -1560.24 kj । ইথিনিলের বিজারনে উদ্ভুত তাপের পরিমান কত?
মিথান্যালের কোন জলীয় দ্রবণটি ফরমালিন ?
অনার্দ্র AlCl3 এর উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে টলুইনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
পারমানবিক চুল্লীতে কোন বিক্রিয়া সংঘটিত হয়?
অ্যাল্ডিহাইড ও কিটোন Zn/Hg এবং HCl এর সহিত বিক্রিয়ক করে হাইড্রোকার্বন তৈরী করে। বিক্রিয়াটিকে বলা হয়:
সিলিকা (si) এর ইক্ট্রেনিক বিন্যাস কোনটি?
250 ml 0.1 N পটাশিয়াম ডাইক্রমেট দ্রবণ তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রমেট লাগবে?
নিচের কোনটি বেনজোফেননের গাঠনিক সংকেত?
নিচের কোন যৌগটি সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায়?
অ্যাসিটিলিন অণুর মধ্যে আছে-
25°C তাপমাত্রা ও 1 atm চাপে ইথিলিন, হাইড্রোজেন ও ইথেনের দহন তাপ যথাক্রমে -1410.92 kj, -284.24 kj এবং - 1560.24 kj। ইথিলিলের বিজারনে উদভূত তাপের পরিমান কত?