2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 ঘণ্টা যাবৎ CuCl2 দ্রবণের ভিতর দিয়ে প্রবাহিত করলে তড়িৎ বিশ্লেষণ কোষে কত গ্রাম Cu ( A = 63. 5 ) জমা হবে ?
অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণে কোনটি বৈশিষ্টপূর্ণ লাল অধঃক্ষেপ দেয়?
লঘু NaOH দ্রবণে ইথান্যাল কোন যৌগে রুপান্তরিত হয়?
একটি জৈব যৌগকে ওজোনালাইসিস করলে প্রােপান্যাল ও বিউটান্যাল উৎপন্ন হয়, যৌগটি কি ?
2 - ব্রােমো প্রােপেন অ্যালকোহলিক KOH দ্রবণে কি উৎপন্ন করে?
কোন যৌগটির জলীয় দ্রবণ ক্ষারীয় ?
নিচের কোন ধাতুটির বিষক্রিয়ার অস্টিওপোরোসিস হয়?
ব্যহ্যিক উচ্চচাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্রপথে কোনো গ্যাস সজোরে একমুখী বের হবার প্রক্রিয়াকে কী বলে?
লোহার গলনাঙ্ক-
সবচেয়ে দুর্বল এসিড-
কোনটি প্রাথমিক প্রমান দ্রব্য-
এসিড ও এলডিহাইডেড এর মত কাজ করে কোনটি ?
ইউরিয়ার আনবিক ওজন-
অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া পদ্ধতিতে শতকরা কত ভাগ নাইট্টিক এসিড পাওয়া যায়-
ব্রাউন হেমাটাইটের সংকেত কোনটি-
কার্নালাইজ কোন হ্যালোজেনের উৎস
নির্দিষ্ট তাপমাত্রা এবং নিদির্ষ্ট সময়ে যে কোন বিক্রিয়ার হার ঐ সময়ে উপস্থিত বিক্রিয়ক গুলোর সক্রিয় ভরের-
K=eZ-extra এই সমীকরণটি কোন নামে পরিচিত-
প্রাথমিক দ্রবনের অবিশুদ্ধতার পরিমান কত ?
Ka-এর নিম্নোক্ত মানের উপর ভিত্তি করে এসিডগুলো সবল থেকে দুর্বলের ক্রম অনুসারে সাজাও-
i.HCN(Ka=6.2×10-18)
ii.HC2H3O2(Ka=1.8×10-5)
iii.HCOOH(Ka=1.78×10-4)
iv.HNO2(Ka=4.6×10-4)