C2H4 অণুতে C-X বন্ধনসমূহ নিচের কোন অর্বিট্যালদ্বয়ের অধিক্রমণের ফলে গঠিত হয়?
নিচের কোন যৌগটিতে কেন্দ্রীয় পরমাণুর যোজনীশেল ইলেকট্রন যুগলসমূহ চতুস্তলকীয়ভাবে বিন্যস্ত নয় ?
নিচের কোণ দ্রবণের pH 7.0 অপেক্ষা বেশি?
নিচের কোন ইলেকট্রােডটিরা প্রমাণ বিজারণ পটেনশিয়ালের মান সবচেয়ে বেশি?
2A + 2B → 2C + 2D বিক্রিয়াটির তাৎক্ষণিক গতির জন্য সঠিক রাশিমালাটি চিহ্নিত কর।
নিচের কোনটি মেটা নির্দেশক ?
নিচের কোন অক্সাইডকে হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করা যাবে?
HCl এর সাথে NaOH (তীব্র ক্ষার) ও NH4OH (দুর্বল ক্ষার ) এর প্রশমন তাপ যথাক্রমে -52.32 ও -51.46 kJmol-1NH4OH এর বিভাজন তাপ কত?
শিল্পক্ষেত্রে NH3 থেকে HNO3 তৈরির পদ্ধতিকে বলা হয়:
নিচের কোন যৌগটি ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করে?
নিচের কোন যৌগটি ফেহলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে লালা অধঃক্ষেপ দেয়?
নিচের কোন যৌগটি প্রাকৃতিক গ্যাসের উপাদান নয়?
নিচের প্রক্রিয়াটির প্রধান উৎপাদ কি? CH3-CH=CH-CHO→?NaBH4
বিক্রিয়ার সাম্যাবস্থা ধ্রুবক কোনটির উপর নির্ভরশীল?
নিচের বিক্রিয়াকে কী বলা হয়? 3ClO-(aq)→2Cl- (aq) + ClO-3(aq)
1.8 g পানিতে কতগুলো পানির অণু রয়েছে?
এক ফ্যারাডে (IF) বিদ্যুৎ NaCl এর মধ্যে দিয়ে প্রবাহিত করা হলে সালফেট উৎপন্ন হয় । এ ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যার পরিবর্তন হলো -
পটাশিয়াম ডাইক্রোমেটের অম্লীয় দ্রবণে SO2 চালনা করা হলে ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হয়। এ ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যার পরিবর্তন হলো -
একটি দ্রবণের pH হলো 5.0 । এই দ্রবণের মধ্যে পর্যাপ্ত পরিমান এসিড যোগ করে এর pH হলো 2.0 তে নামিয়ে আনা হলো। এতে দ্রবণে H+ এর ঘনমাত্রার বৃদ্ধি হলো :
চারটি টেস্ট টিউবে নিচের চারটি লবণের বর্ণহীন দ্রবণ আলাদা আলাদাভাবে রেখে প্রত্যেক টেস্ট টিউবে একটি করে তামার পাত ডুবিয়ে রাখলে কোন দ্রবণটি নীল হবে ?