একটি সভাশেষে প্রত্যেকে অন্যর সাথে করমর্দন করলেন। করমর্দনের সংখ্যা 66 হলে সভায় কতজন উপস্থিত ছিলেন।
সন্ধ্যা 7 টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোনের পরিমান কত?
ABC ত্রিভুজের cosA+cosC= sinB হলে ∠C এর মান-
f (x)= sinx এবং g (x)= x2 হলে (f og) (π/2) এর মান হবে-
f(x) = ফাংশানের বিস্তার কত ( f: ℝ→ℝ)?
limx→0 ex -1x= ?
limx→∞ 2x sin y2x= ?
yx+x+x+... হলে, dydxএর মান কত?
y= x (x2-5) হলে d3ydx3= কত?
k এর মানের জন্য y= kx (1-x) বক্ররেখার মুলবিন্দুতে স্পর্শকটি x- অক্ষের সাথে 30° কোন উৎপন্ন করে।
∫ex(1+x)cos2(xex)dx = f (x) +c; f (x) = ?
y2=16x এবং y = 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল-
-7
x= -1+i হলে, x3+ 3x2+4x+7 এর মান-
যে সমীকরণের মুলগুলো x2-5x_1 =0 সমীকরনের মুলগুলো হতে 2 ছোট, তা-
(x2+ 1x2-2)6এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান কত?
x(1-4x) (1-5x)এর বিস্তৃতিতে xr এর সহগ ( 5r+k4r)
y2= 9x পরাবৃত্তের উপরিস্থিতি p বিন্দুর কোটি 12 হলে ঐ বিন্দুর উপকেন্দ্রিক দুরুত্ব কত?
sin-1x+sin-1y=π2 হলে x2+y2 এর মান কত?
একজন লোক লাঠির একপ্রান্তে বাঁধা একটি বোঝা কাঁধে বহন করছে। বোঝাটির ওজন W এবং লোকটির কাঁধ হতে বোঝাটির ও লোকটির হাতের দূরত্ব যথাক্রমে m এবং 0.5m, লোকটির কাঁধের উপর চাপ কত?