কোন কুণ্ডলীর নিকট একটি দণ্ড চুম্বককে গতিশীল করলে এতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। এ প্রক্রিয়ায় কোন শক্তি রূপান্তরিত হয়।
টিট্রিয়ামের অর্ধ জীবন 12.5 বছর। 25 বছর পর একটি নির্দিষ্ট টিট্রিয়াম বস্তুখণ্ডের কত অংশ অবশিষ্ট থাকবে?
1.5 kg ভরের একটি বই একটি টেবিলের উপর আছে। টেবিলের তল বরাবর কত বলে টানলে বইটি চলা শুরু করবে? [ μ= 0.2]
নিচের কোনটি ভরের একক নয়?
বেগের আনুভূমিক ও উলম্ব উপাংশের মান যথাক্রমে 3ms-1 ও 4ms-1 হলে বেগ কত?
q পরিমাণ আধান একটি চৌম্বক ক্ষেত্র B→ এর সাথে সমান্তরালে v→ বেগে গতিশীল। উক্ত স্থানে একটি তড়িৎক্ষেত্র E→ থাকলে আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে?
কোন নির্দিষ্ট দৈর্ঘ্যের দোলকের ববের ভর 9 গুণ বাড়লে এর দোলনকাল-
ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান কত?
বাসায় ব্যবহৃত বৈদ্যুতিক ফিউজের রোধের মান নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি সঠিক?
গতিশীল বস্তুর গতিশক্তি EK ও ভরবেগ P বনাম EK লেখচিত্রটি হবে -
সূর্যে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয় কোন পদ্ধতিতে?
পদার্থবিজ্ঞান কথাটি গ্রিক শব্দ _____ থেকে এসেছে।
তুমি যদি 550 /b ভরের কোন কন্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উচুঁতে উঠাতে সক্ষম হও তাহলে তোমার ক্ষমতা হবে?
নিচের কোনটি সংরক্ষণশীল বল নয়?
একটি NAND গেইট এর বুলিয়ান বীজগণিত কোনটি?
ছির চাপে 27° তাপমাত্রায় 200m3 আয়তনের গ্যাসকে 327° তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির আয়তন কত?
মোবাইল ফোনকে কোন সংযোগ ছাড়া কী উপায়ে চার্জ প্রদান করা যায়?
কে তত্ত্বীয়ভাবে মহাকর্ষ তরঙ্গের ধারণা প্রস্তাব করেন?
বিভিন্ন পদার্থের অনুগুলোর মধ্যে পারস্পারিক আকর্ষণ বলকে বলে-
ভূ-পৃষ্ঠ হতে কত উঁচুতে g এর মান ভূপৃষ্ঠের 18অংশ হবে?