লাইমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার?
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে কোন ধরনের জলবায়ু দেখা যায়?
কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি?
বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের?
আকরিক লৌহ থেকে কি প্রস্তুত হয়?
একটি মূল স্রোত থেকে আরেকটি স্রোতের সৃষ্টি কি কারণে হয়?
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি?
নিচের উদ্দীপকের আলোকে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও: সামিহা তার খালার বাসা পুরান ঢাকায় গিয়ে দেখে দালানের ফাটলের মধ্যে গাছ জন্মানোর ফলে ফাটলগুলো বড় হয়ে গেছে এবং জানালার রডগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
দালানের ফাটল বড় হওয়া এবং জানালার রড নট হলো—
1. যান্ত্রিক বিচূর্ণীভবন
ii. রাসায়নিক বিচূর্ণীভবন
iii. জৈবিক বিচূর্ণীভবন
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে উল্লিখিত জানালার রডগুলো কোন প্রক্রিয়ায় নষ্ট হয়েছে?
ভূ-ত্বকের গড় গভীরতা কত কিলোমিটার?
পাহাড়িয়া অঞ্চলে ভূমি ধ্বসের কারণ—
i. অতিরিক্ত বৃষ্টিপাত
ii. বনভূমির অবস্থান
iii. বসতি স্থাপন
পদ্মার উপনদী কোনটি?
চ্যুতিস্তুপ পর্বত হচ্ছে-
i. খাড়া ঢালবিশিষ্ট গঠিত
ii. নরম শিলায়
iii. সুস্পষ্ট শৃঙ্গ থাকে না
উদ্দীপকে 'ক' অঞ্চলে কোন ধরনের ভূমিরূপ গঠিত হয়?
i. সঞ্চয় কার্য
ii. বহন কার্য
iii. ক্ষয় কার্য
নদীর কোন অবস্থায় উল্লম্ব ক্ষয় বেশি হয়?
শৈলশিরা দেখা যায় কোথায়?
কোনটি উষ্ণ স্রোত?
বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে?
কোন মহাসাগরের প্রবল বায়ুপ্রবাহ গর্জনশীল চল্লিশা নামে পরিচিত?
নিচের উদ্দীপকের সাহায্যে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও : রায়াদের বাড়ি বাংলাদেশের মধ্যাঞ্চলে যা আনুমানিক এক লক্ষ বছর পূর্বগঠিত সোপান ভূমি। এখানে আনারস, কলা ও কাঁঠাল অধিক উৎপন্ন হয়।
রায়াদের বাড়ি কোন যুগে গঠিত?