প্রতি মাসের শুরুতে ৩,০০০ টাকা করে সারা বছর উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের হার কত হবে ?
যদি কোন হিসাব বৎসরে কোম্পানী আয়কর কম প্রদান করে,পরবর্তী বৎসরে নীচের কোনটিকে প্র্রভাবিত করে ?
চুক্তি অর্বতমানে অংশীদারী কারবারের অংশীদারে ঋনের উপড় কত ভাগ সুদ প্র্রাপ্য ?
কোনটি আর্থিক বিবরনী নয় ?
রংধনু ক্লাবের সদস্যদের কাছ থেকে প্রাপ্ত চাদাঁ ১,০০,০০০ টাকা,বিগত বছরের ১০,০০০ টাকা,পরবর্তী বছরের ১৫.০০০ টাকা চাদাঁ প্রাপ্ত,চাদাঁর অর্ন্তভুক্ত হয়েছে। এছাড়া চলতি বছরের চাদাঁ ১৮,০০০ টাকা এখনও অনাদায়ী রয়েছে। আয় ব্যয় হিসাব চলতি বছরের চাদা খাতে কত টাকা ক্রেডিট করা হবে।
আসবাব পত্র ক্রয় হিসাব ডেভিট করা হয়েছে । এটি কোন ধরনের ভূল ?
একটি ক্রয় চালানে প্রতিটি ৮০০ টাকা ৫টি পন্য অর্ন্তভুক্ত করা হয়েছে যাতে শতকরা ২৫ টাকা হারে কারবারী বাট্টা এবং ৫টাকা হারে নগদ বাট্টা রয়েছে। যদি ধারে ক্রয়ের সময় কালের মধ্যে পরিশোধিত হয়, তাহলে চেকটি কত টাকার হবে।
মুনাফা জাতীয় ব্যয় কোনটি ?
একটি সংঘের সদ্যস্য সংখ্যা ৫০ জন। চাদাঁর হার প্রতি মাসে ৬০ টাকা। ১৫ জন সদ্যস্য চলতি বছরে ৩মাসের চাদাঁ প্রদান করেনি। এ বছরের আয় ব্যয় হিসাব কত টাকা দেখাতে হবে।
বিলোপ সাধনের সময় যৌথ মূলধনী ব্যবসায়ে সর্বপ্রথম কার দেনা পরিশোধ করা হয়।
যদি পারম্ভিক মূলধন ১০০০০ টাকা, বছরের মাঝামাঝি মূলধন ৫০০০ টাকা,সমাপনী মূলধন ৭০০০ টাকা এবং উত্তোলন ২০০০ টাকা হয়,তাহলে উক্ত বছরের লাভ বা ক্ষতি হবে ?
যদি নগদ ১০০০ টাকা,মজুদ পন্য ২০০০ টাকা,প্রদেয় বিল সমূহ ১০০০ টাকা,সুনাম ১৫০০ টাকা,দেনাদার ১০০০ টাকা তাহলে চরতি অনুপাত কত ?
কোন বাজেট তৈরী করার পর উৎপাদন ব্যয় বাজেট তৈরী করা যায় ?
১লা জানুয়ারী ২০১৫ তারিখে কুঋন সঞ্চিতির পরিমান ছিল ৪০০০ টাকা, ২০১৫ সালে কুঋন অবলোপন করা হয় ৬০০০ টাকা এবং পূর্বে অবলোপননকৃত কুঋন পুন:রোদ্ধার করা হয় ১০০০ টাকা ২০১৫ সালে ৩১শে ডিসেম্ভর তারিখে দেনাদারের জের ৭০,০০০ টাকা,দেনাদারের উপড় ১০% কুঋন সঞ্চিতিরি ব্যবস্থা করা হয়। আয় বিবরনীতে চার্জ হবে কত টাকা।
কোন বিষয়টি অবচয় দার্যের ক্ষেত্রে বিবেচ্য নয় ?
প্রতক্ষ্য কাচামাল ২০০০ টাকা,প্রত্যক্ষ মুজুরী ১০০০ টাকা,পরোক্ষ কর ২০০০ টাকা বিজ্ঞাপন ব্যয় ১০০০ টাকা হলে মুখ্য ব্যয় কত।
When an article is sold for tk. 250, the seller makes 25%. profit, what is the cost of the article?
Arif and Bulu can run 600 meters in 20 and 30 second respectively. How far is Bulu from the finishing line when Arif reaches it?
C is a circle, L is a line, and P is a point on line L if C. L and P are in the same plane and P is inside C. how many points do C and L have in common.
A person travels I2 km due north, then 15 km due east after that I5km due west and then 18 km due south. How far B she from the starting point?