কুমিল্লা এর পূর্বনাম কি ছিল?
ত্রিপুরা।
বাংলাদেশ গণিপরিষদের প্রথম অধিবেশ কত তারিখে শুরু হয়?
১৯৭২ সালের ১০ এপ্রিল।
বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশনের চেয়ারম্যানের নাম লিখুন।
ড. কুদরাত-এ-খুদা।
জাতীয় শিক্ষা দিবস কত তারিখে পালিত হয়?
১৭ সেপ্টেম্বর।
হন্ডুরাসের রাজধানীর নাম লিখুন।
তেগুসিগালপা ।
SAPTA এর পূর্ণরূপ লিখুন।
South Asian Preferential Trade Arragement.
FAO এর সদর দপ্তর কোথায়?
রোমে।
সংশপ্তক ভাস্কর্যের স্থপতির নাম লিখুন
হামিদুজ্জামান খান।
কাঞ্জনমালা উপন্যাসের রচয়িতার নাম কি?
শামসুদ্দিন আবুল কালাম।
বিশ্ব পাট সংস্থার নাম কি?
International Jute Organization.
কোন দেশকে লিলি ফুলের দেশ বলা হয়?
কানাডা।
মিশরের মুদ্রার নাম কি?
মিশরীয় পাউন্ড।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
কাতার।
এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশেী নারীর নাম কী?
নিশাত মজুমদার ।
বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের নকশা কে তৈরি করেন?
কামরুল হাসান।
সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়?
১৯২১ সালে হরপ্পা এবং ১৯২২ সালে মহেঞ্জোদারো।
আনন্দ বিহার কোথায় অবস্থিত?
কুমিল্লায় ।