এনএটিপি-২ প্রকএল্পর আওতায় ক্ষেত্র-সহকারী নিয়োগ পরীক্ষা (2017) || 2017

All

সামুদ্রিক মাছের ওমেগা থ্রি ফ্যাটি এসিড রক্তের কোলেস্টেরল কমায়।

Created: 3 months ago | Updated: 6 days ago

ইকোলজি শব্দের অর্থ হলো বাস্তব্যবিদ্যা/ যে বিদ্যায় পরিবেশের সাথে প্রাণী জগতের সম্পর্ক আলোচিত হয়।

ইলিশ, রূপচাঁদা, বাঙাচউখ্যা, চাগা ।

আদর্শ pH যাত্রা - 7 থেকে 9.

Created: 3 months ago | Updated: 4 days ago

Individual Fishing Quota.

পিটুইটারি স্যান্ট ও এইচ. সি.জি।

ভেটকি মাছের বৈজ্ঞানিক নাম Lates calcarifer.

Created: 3 months ago | Updated: 5 days ago

Conservation of Biological Diversity.

Tenualosa ilisha. or, Hilsa ilisha.

বাংলাদেশে চাষযোগ্য মাছ নির্বাচনের ক্ষেত্রে প্রধান চারটি বৈশিষ্ট্য হলো- 

১) যেসব মাছ দ্রুত বৃদ্ধি পায় 

২) যেসব মাছ পুকুরে বেশি চাষ করা যায়।

৩) যেসব মাছ খাদ্য ও জায়গার জন্য প্রতিযোগিতা করে না এবং পানির সব স্তর থেকে খাবার গ্রহণ করে। 

৪) যেসব মাছ খেতে সুস্বাদু

মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএ) তথ্য অনুযায়ী, বিশ্বে মিঠা পানির মাছ উৎপাদনে গত এক যুগ ধরেই বাংলাদেশ শীর্ষ পাঁচে অবস্থান করছে। বর্তমানে মাছ উৎপাদনে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে চীন, ভারত ও মিয়ানমার।

ক্যালসিয়াম অক্সাইড (সংকেত CaO).

পিরানহা, শোল, বোয়াল, আইর, হাঙর।

Created: 3 months ago | Updated: 5 days ago

Deoxyribo Nucleic Acid.

১. গলদা চিংড়ি ২. বাগদা চিংড়ি ৩. গোলাপী চিংড়ি ।

মানুষের মস্তিষ্কের ১২ জোড়া করোটিক স্নায়ুর নামঃ 

১) অলফ্যাক্টরি (Olfactory Nerve) 

২) অপটিক স্নায়ু (Optic Nerve)  

৩) অকুলামোটর স্নায়ু (Oculomotor Nerve) 

৪) ট্রকলিয়ার স্নায়ু (Trochlear Nerve)

৫) ট্রাইজেমিনাল স্নায়ু (Trigeminal Nerve) 

৬) অ্যাবডুসেন্স স্নায়ু (Abdusense Nerve) 

৭) ফেসিয়াল মায়ু (Facial Nerve) ) 

৮) অডিটরী স্নায়ু (Auditory Nerve) 

৯) গ্লোসোফারিনিজয়াল স্নায়ু (Glossooharyngeal Nerve

১০) ভেগাস স্নায়ু (Vagus Nerve) 

১১) স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ু (Spinal Accessory Nerve) 

১২) হাইপোগ্লাসাল স্নায়ু (Hypoglossal Nerve)

পুকুরের মাটি ও পানিতে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া জনিত রোগের জীবাণু ও বিষাক্ত গ্যাস প্রভৃতি থাকতে পারে। মাছ চাষের ক্ষেত্রে এসব খুবই ক্ষতিকারক চুন এসব জীবাণু ধ্বংস করে। তাই চুন পুকুরে প্রয়োগ করা। পুকুর শুকিয়ে বা চাষ চলাকালীন অবস্থায় দুই সময়েই চুন প্রয়োগ করা যায়। তবে আতুরে পুকুরে প্রস্তুত করার সময় পানি শুকিয়ে চুন প্রয়োগ করা ভাল। সাধারণত প্রতি শতাংশ ১ কেজি হারে চুন প্রয়োগ করতে হয়। তবে পুকুরের মাটি লাল ও বাদামি রঙের অর্থাৎ পানি যদি সবসময় ঘোলাটে থাকে তাহলে চুনের পরিমাণ বেশি প্রয়োগ করতে হবে। পুকুরের জন্য পাথুরে চুন সবচেয়ে ভাল।

লক্ষন: 

১) প্রাথমিকভাবে মাছের গায়ে লাল দাগ দেখা যায় এবং পরে ঐ স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয় 

২) মাছ দুর্বল ও ভারসাম্যহীন ভাবে পানির উপরিভাগে চলাফেরা করে 

৩) আক্রান্ত মাছ খাদ্য গ্রহণ করে না।

৪) আক্রান্ত মাছ দ্রুত মারা যায়। 

৫) এ রোগ শীতকালে বেশি দেখা যায় ।

১) উন্নত জাতের ষাঁড়ের বীজ দিয়ে গাল দিয়ে দ্রুত জাত উন্নয়ন করা যায়।

২) সঠিক সময়ে গাভীকে পাল দেয়া যায়। পাল দেওয়ার জন্য বাড়ীতে ষাঁড় রাখার দরকার হয় না বা অন্যের গাঁড়ের কাছে গাত নিয়ে যাওয়ার ঝামেলা থাকে না। 

উন্নত বীজ থেকে উন্নত দো-আঁশলা বাছুর পাওয়া যায়।

সালোকসংশ্লেষণের জন্য অত্যাবশ্যকীয় উপাদান হলো সূর্যের আলো।

Created: 3 months ago | Updated: 4 days ago

২টি।

রক্ত কণিকা সাধারণত ৩ ধরনের। 

যথাঃ লোহিত, শ্বেত ও অনুচক্রিকা।

১) মাইটোসিস কোষ বিভাজনের একটি মাতৃ কোষ হতে দুটি অপত্য কোষ তৈরি হয়। 

২) অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান।

নিউক্লিয়াসের আবিষ্কারক হলেন রবার্ট ব্রাউন।

১. খাদ্য তৈরি করতে পারে না, ২. দেহে ক্লোরোফিল থাকে না।

অপুষ্পক উদ্ভিদ ।

Systema Naturae গ্রন্থের দশম সংস্করণে (১৭৫৮) ক্যারোলাস লিনিয়াস জীবের নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন।

Created: 3 months ago | Updated: 5 days ago

বহুকোষী মৃতজীবী ছত্রাক ।

Related Sub Categories