Created: 6 months ago | Updated: 1 day ago

তৎসম শব্দের বানানে মূর্ধন্য 'য' এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে। 

বিধানের পাঁচটি নিয়ম হলো: 
১) অ, আ ভিন্ন কোনো স্বরধ্বনি এবং ক ও র-এর পরে 'ষ' প্রত্যয়ের 'স' থাকাল তা মূর্ধন্য 'ষ' হয়। যেমন: ভবিষ্যৎ, দিয়া, মুমূর্ষু, চক্ষুষ্মান, বিষয়, বিষ্ণু, সুনা ইত্যাদি। 
২) ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধণ্য 'য' হয়। যেমনঃ অনুষ্ঠান, অভিষেক।
৩) ঋ-কার ও র-কার এর পর মূর্ধন্য 'ষ' হয়। যেমনঃ বৃষ, ঋষি, কৃষ্ণ, কৃষক, বর্ষা, উৎকর্ষ, বৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি ইত্যাদি । ইত্যাদি । 
৪) ট ও ঠ-এর সঙ্গে যুক্ত হলে দন্ত্য 'স' না হয়ে মূর্ধন্য 'য' হয়। যেমনঃ কষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ্য, স্পষ্ট ইত্যাদি। 
৫) সমাসবদ্ধ পদ হলে এবং প্রথম পদের ই, উ, ঋ থাকলে মূর্ধন্য 'ষ'-এ পরিণত হয়। যেমনঃ যুধিষ্ঠির, গোষ্ঠী, ভ্রাতৃপুত্র ইত্যাদি।

বাংলা ভাষার নিম্নবর্ণিত শব্দের উৎস ভাষা নির্ণয় করুন:
2.

পিস্তল

Created: 6 months ago | Updated: 1 day ago

‘পিস্তল' শব্দটি পর্তুগীজ ভাষা থেকে আগত।

বাংলা ভাষার নিম্নবর্ণিত শব্দের উৎস ভাষা নির্ণয় করুন:
3.

চর্মকার

Created: 6 months ago | Updated: 1 day ago

চর্মকার' শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত।

বাংলা ভাষার নিম্নবর্ণিত শব্দের উৎস ভাষা নির্ণয় করুন:
4.

ছবি

Created: 6 months ago | Updated: 1 day ago

'ছবি' শব্দটি আরবি ভাষা থেকে আগত।

বাংলা ভাষার নিম্নবর্ণিত শব্দের উৎস ভাষা নির্ণয় করুন:
5.

গোলাপ

Created: 6 months ago | Updated: 1 day ago

'গোলাপ' শব্দটি ফারসি ভাষা থেকে আগত।

বাংলা ভাষার নিম্নবর্ণিত শব্দের উৎস ভাষা নির্ণয় করুন:
6.

ম্যাজেন্টা

Created: 6 months ago | Updated: 1 day ago

'ম্যাজেন্টা' শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত ।

সন্ধি বিচ্ছেদ করুন:
7.

সংসার

Created: 6 months ago | Updated: 1 day ago

সংসার = সম্ + সার

সন্ধি বিচ্ছেদ করুন:
8.

পরীক্ষা

Created: 6 months ago | Updated: 1 day ago

পরীক্ষা = পরি + ঈক্ষা

সন্ধি বিচ্ছেদ করুন:
9.

বিদ্যালয়

Created: 6 months ago | Updated: 1 day ago

বিদ্যালয় = বিদ্যা + আলয়

সন্ধি বিচ্ছেদ করুন:
10.

প্রত্যুত্তর

Created: 6 months ago | Updated: 1 day ago

প্রত্যুত্তর = প্রতি + উত্তর

সন্ধি বিচ্ছেদ করুন:
11.

চলচ্চিত্র

Created: 6 months ago | Updated: 1 day ago

চলচ্চিত্র = চলৎ = চিত্র

এক কথায় প্রকাশ করুনঃ
12.

নৌকা চলাচলের যোগ্য

Created: 6 months ago | Updated: 1 day ago

নৌকা চলাচলের যোগ্য = নাব্য

এক কথায় প্রকাশ করুনঃ
13.

যা বলা হয়নি

Created: 6 months ago | Updated: 1 day ago

যা বলা হয়নি = অনুক্ত

এক কথায় প্রকাশ করুনঃ
14.

অন্য ভাষায় রূপান্তরিত

Created: 6 months ago | Updated: 1 day ago

অন্য ভাষায় রূপান্তরিত = অনূদিত

এক কথায় প্রকাশ করুনঃ
15.

যে বেশি কথা বলে

Created: 6 months ago | Updated: 1 day ago

যে বেশি কথা বলে = বাচাল

এক কথায় প্রকাশ করুনঃ
16.

লাভ করিবার ইচ্ছা

Created: 6 months ago | Updated: 1 day ago

লাভ করিবার ইচ্ছা = লিপ্সা

Created: 6 months ago | Updated: 1 week ago

১) পাকা বন্দোবস্ত (স্থায়ী) = শিক্ষক পরীক্ষার জন্য পাকা বন্দোবস্ত করে রেখেছেন। 

২) পাকা কথা (শেষ সিদ্ধান্ত) = স্যার পরীক্ষার জন্য পাকা কথা নিয়েছে। 

৩) ইচরে পাকা (অকালপক্ব)ঃ ইঁচরে পাকা বাচ্চাদের কেউ পছন্দ করে না।

কাউকে অন্ধভাবে অনুকরণের প্রবণতা যে কোন ব্যক্তির জন্যে ক্ষতিকর হতে পারে। কারণ তাতে তার নিজস্ব বৈশিষ্ঠ্য ও গুণাবলির সৃজনশীল বিকাশের সম্ভাবনা নষ্ট হয়ে যায়। প্রকৃতপক্ষে নিজের প্রতিভা ও ক্ষমতার প্রকাশ ও বিকাশের মাধ্যমেই মানুষ সত্যিকারের গৌরব ও মর্যাদা অর্জন করতে পারে।